পেজার হামলার পর ওয়াকিটকি বিস্ফোরণে ছিন্নভিন্ন হিজবুল্লাহ জঙ্গিরা

পেজার হামলার পর ধারাবাহিক ওয়াকিটকি বিস্ফোরণে কাঁপছে লেবানন (Lebanon)। দেশটির অন্যতম ক্ষমতাধর হিজবুল্লাহ গোষ্ঠীর সদস্যদের ওয়াকিটকি বিস্ফোরিত হতে শুরু করেছে। ভয়াবহ পরিস্থিতি। ছিন্নভিন্ন হিজবুল্লাহ জঙ্গিরা।

লেবানন জুড়ে তীব্র আতঙ্ক। একাধিক মৃত্যুর সংবাদ দিচ্ছে বিবিসি, আল জাজিরা, এএফপিসহ আন্তর্জাতিক সংবাদসংস্থাগুলি। লেবাননের মাটিতেই আছে হিজবুল্লাহর সদর দফতর ও প্রধান ঘাঁটি। সংগঠনটি জঙ্গি তালিকাভুক্ত। তারা সম্প্রতি ইজরায়েলের বিরুদ্ধে লাগাতার মিসাইল হামলা করেছিল। এবার তাদেরই ঘাঁটিতে ইজরায়েলি গুপ্তচর সংগঠন মোসাদের অপারেশন বিশ্ব শিহরিত।

   

Lebanon: Walkie-Talkies Explode Following Deadly Pager Blasts in Escalating Crisis

হিজবুল্লাহ সদস্যরা তাদের পরিচয় লুকিয়ে রাখার জন্য প্রায় অপ্রচলিত পেজার যোগাযোগ মা়ধ্যম ব্যবহার করে। রেডিও সিগন্যালের মাধ্যমে পেজার কাজ করে। অভিযোগ, তাইওয়ান থেকে আমদানি করাপেজারেগুলোর ভিতরে বিশেষ তরঙ্গ পাঠিয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভয়াবহ ধারাবাহিক বিস্ফোরণ ঘটিয়েছে মোসাদ। হিজবুল্লাহ গোষ্ঠী সদস্যদের হাজার হাজার পেজার (ওয়্যারলেস ডিভাইস) বিস্ফোরিত হয়। ওই ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত এবং প্রায় তিন হাজার আহত।

পেজার বিস্ফোরণের পর এবার ওয়াকিটকি ধারাবাহিক বিস্ফোরণে হিজবুল্লাহ গোষ্ঠী রক্তাক্ত। লেবাননের সর্বত্র ওয়াকিটকি একসাথে ফাটতে শুরু করেছে। তীব্র আতঙ্ক।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন