Lata Mangeshkar: মুক্তিযুদ্ধের গায়িকা লতা মঙ্গেশকরের প্রয়াণে শেখ হাসিনার শোক জ্ঞাপন

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় তিনি বলেন, এই সুরসম্রাজ্ঞীর মৃত্যুতে উপমহাদেশের…

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় তিনি বলেন, এই সুরসম্রাজ্ঞীর মৃত্যুতে উপমহাদেশের সংগীতাঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো। লতা মঙ্গেশকর তার কর্মের মধ্য দিয়ে চিরদিন এ অঞ্চলের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতার লড়াই ‘মুক্তিযুদ্ধ’ চলাকালীন ভারতীয় শিল্পীরা বিভিন্ন অনুষ্ঠান করে অর্থ ও বিশ্ব জনমত তৈরি করতে ভূমিকা নিয়েছিলেন। কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর বিভিন্ন অনুষ্ঠানে এসে সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেন। ১৯৭১ সালের সেই রক্তাক্ত পর্বের সময় একটি বিরল ছবি প্রকাশ করেছিলেন লতা মঙ্গেশকর। সেই ছবিতে লতা মঙ্গেশকরকে একটি যুদ্ধ বিমানের সামনে তিনি সেনা বাহিনীর বিশেষ ক্যাপ পরা অবস্থায় দেখা যায়। ছবিটি প্রকাশ করে বাংলাদেশের স্বাধীনতা দিবসে শু়ভেচ্ছা জানান তিনি।

মুক্তিযুদ্ধ শেষে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ তৈরির পর কিংবদন্তি সলিল চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ সফর করেন ভারতীয় শিল্পীরা। সেই দলে ছিলেন লতা মঙ্গেশকর। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশেষ অনুষ্ঠানে সবার সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর প্রয়াত। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রবিববার সকালে ৯২ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ জানুয়ারি তিনি হাসপাতালে ভর্তি হন। গত চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।