Pakistan: পাকিস্তানে এবার খুন হাফিজ সইদের ঘনিষ্ঠ জঙ্গি কমান্ডার

ভারতের আরেক মোস্ট ওয়ান্টেড জঙ্গি পাকিস্তানে (Pakistan)নিহত। ২০১৫ সালে জম্মু ও কাশ্মীরের উধমপুরে বিএসএফ কনভয়ের ওপর হামলার পরিকল্পনাকারী লস্কর-ই-তৈবা (LeT) জঙ্গি হানজলা আদনানকে পাকিস্তানের করাচিতে…

lashkar chief Hafiz Saeeds aide Hanzla Adnan killed in pakistan

ভারতের আরেক মোস্ট ওয়ান্টেড জঙ্গি পাকিস্তানে (Pakistan)নিহত। ২০১৫ সালে জম্মু ও কাশ্মীরের উধমপুরে বিএসএফ কনভয়ের ওপর হামলার পরিকল্পনাকারী লস্কর-ই-তৈবা (LeT) জঙ্গি হানজলা আদনানকে পাকিস্তানের করাচিতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা হত্যা করেছে। এই জঙ্গি হাফিজ সইদের ঘনিষ্ঠ বলে পরিচিত।২০১৫ সালে জম্মুর উধমপুরে BSF কনভয়ের ওপর হামলা চালায় হানজলা। এই হামলায় BSF-র দুই সদস্য নিহত এবং ১৩ জন আহত হন।

শুধু তাই নয়, ২০১৬ সালে পাম্পোরে CRPF কনভয়ের ওপর হামলার মাস্টারমাইন্ড ছিল হানজলা। এই হামলায় ৮ জন সৈন্য শহীদ হয় এবং ২২ জন আহত হয়। এই দুটি হামলায় হানজলা পাকিস্তানে বসে জঙ্গিদের নির্দেশ দিয়েছিলেন।

   

২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড লস্কর প্রধান হাফিজ সঈদের ঘনিষ্ঠ বলে বিবেচিত হানজালা আদনানকে গত ৩ ডিসেম্বর মধ্যরাতে তার বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয়। জানা গেছে, হানজলাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালানো হয়।

জানা গিয়েছে, হানজালা আদনানকে তার বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয়, গুলি বিদ্ধ হওয়ার পর তাকে গোপনে করাচির একটি হাসপাতালে ভর্তি করে পাকিস্তানি সেনাবাহিনী। ৫ ডিসেম্বর সে মারা যান। এটি হাফিজের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

জম্মু ও কাশ্মীরের শ্রীনগর এবং পুলওয়ামা অঞ্চলে আত্মঘাতী হামলা চালানোর ক্ষেত্রে হানজলা প্রধান ভূমিকা পালন করেছিল। পাক অধিকৃত কাশ্মীরের লস্কর শিবিরে নতুন নিয়োগপ্রাপ্ত জঙ্গিদের প্রশিক্ষণের জন্য হানজলা কাজ করত। সে বিভিন্নভাবে জঙ্গিদের প্রস্তুত করত।

গত ১ অক্টোবর করাচি শহরেই  ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের সহযোগী মুফতি কায়সর ফারুককে খুন করা হয়েছিল। ভারতের কাছে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিল মুফতি। সেই ঘটনার দু’মাসের মধ্যে করাচিতেই ফের হাফিজ সইদের আরও এক জঙ্গি সাগরেদ হানজলা আদনানকে গুলি করে খতম করা হয়েছে।

আবার মঙ্গলবার পাকিস্তানে মৃত্যু হয়েছে উগ্র শিখ ধর্মীয় খালিস্তান লিবারেশন ফোর্সের অন্যতম প্রতিষ্ঠাতা লখবীর সিং রোদের। হৃদরোগে তার মৃত্যু হয়। খালিস্তানি জঙ্গি লখবীর সিং ছিল পাকিস্তান সরকারের আশ্রয়ে। অমৃতসরের স্বর্ণমন্দির দখলকারী জঙ্গি নেতা জার্নেল সিং ভিন্দ্রানওয়ালের ভাইপো ছিল লখবীর। ইন্দিরা গান্ধীর নির্দেশে স্বর্ণমন্দিরকে জঙ্গি মুক্ত করতে সেনা অভিযানে নিহত হয়েছিল ভিন্দ্রানওয়ালে।