ফ্র্যাঙ্ক সিনাত্রার কালজয়ী গান “I Did It My Way”– এই গান যেন হুবহু মানিয়ে যায় তাঁদের সঙ্গে। দুই বিতর্কিত ভারতীয় শিল্পপতি ললিত মোদী ও বিজয় মাল্য সম্প্রতি লন্ডনে এক বিলাসবহুল পার্টিতে সেই গান গেয়ে যেমন আলোচনার কেন্দ্রে এলেন, তেমনই নতুন করে সমালোচনার মুখেও পড়লেন।
ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ললিত মোদীর উদ্যোগে আয়োজিত এক পারিবারিক অনুষ্ঠানে মাল্যর সঙ্গে স্টেজ ভাগ করে গাইছেন তিনি। পার্টিতে উপস্থিত ছিলেন প্রায় ৩১০ জন অতিথি, যাঁদের অনেকেই বিশ্বের নানা প্রান্ত থেকে উড়ে এসেছেন। তাঁদের মধ্যে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ও আইপিএল আইকন ক্রিস গেইলও। ইনস্টাগ্রামে গেইল একটি ছবি শেয়ার করেন ললিত ও মাল্যর সঙ্গে, ক্যাপশনে লেখেন, “আমরা দারুণভাবে সময় কাটাচ্ছি। চমৎকার সন্ধ্যার জন্য ধন্যবাদ।” – স্পষ্টতই পার্টির মেজাজই বলছে অনেক কিছু।
ললিত মোদী নিজে ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে লেখেন, “৩১০ জন বন্ধু ও পরিবারের সঙ্গে অসাধারণ এক রাত কাটালাম… আশা করি এই ভিডিওটা ইন্টারনেট ভেঙে দেবে না! বিতর্কিত তো বটেই। তবে এটাই তো আমি সবচেয়ে ভালো পারি।” মন্তব্যে মিশেছে কৌতুক, আত্মবিশ্বাস ও বিতর্ক ডেকে আনার পুরনো অভ্যেস।
ব্রিটেনে স্বনির্বাসনে মোদী-মাল্য Lalit Modi Vijay Mallya London Party
প্রসঙ্গত, ২০১০ সাল থেকে ব্রিটেনে স্বনির্বাসনে রয়েছেন ললিত মোদী। তাঁর বিরুদ্ধে আইপিএলের বিভিন্ন টেন্ডারে দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারি, মানি লন্ডারিং ও ফেমা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ভারত সরকারের একাধিক তদন্ত সংস্থা তাঁর বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে বিজয় মাল্য, যিনি এক সময় “কিং অফ গুড টাইমস” নামে পরিচিত ছিলেন, তাঁর নামও জড়িয়ে আছে ৯,০০০ কোটির ঋণ খেলাপি, প্রতারণা ও অর্থপাচার মামলায়। ২০১৭ সালে লন্ডনে গ্রেফতার হলেও বর্তমানে জামিনে মুক্ত এবং ভারতের প্রত্যর্পণ মামলার বিচারাধীন অবস্থায় রয়েছেন। নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।
তীব্র প্রতিক্রিয়া
এই দুই পলাতক আর্থিক অপরাধীর গানে গানে উদযাপন করা মুহূর্ত যেমন দর্শকদের বিনোদন দিয়েছে, তেমনি তৈরি করেছে তীব্র প্রতিক্রিয়া। অনেকের চোখে এটি ভারতীয় আইন ব্যবস্থার প্রতি এক প্রকার তাচ্ছিল্য বা ‘আস্ফালন’। আইনের চোখে অভিযুক্ত হলেও আন্তর্জাতিক মাটিতে তাঁরা আজও ভোগ করছেন বিলাসিতা—এ দৃশ্য যেমন রোমাঞ্চকর, তেমনই চিন্তারও বিষয়।
সংগীতের ছন্দে গাওয়া “I Did It My Way” যেন এঁদের জীবনের এক অদ্ভুত প্রতিফলন—কোনো অনুশোচনা নয়, বরং দম্ভের সুরেই যেন উচ্চারণ, “আমার মতো করেই করলাম সবটা।”