Imran Khan: ইমরান খানের বাড়ি থেকে AK 47 বাজেয়াপ্ত, চরম উত্তেজনা পাকিস্তানে

পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan)বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে AK 47 রাইফেল ও কার্তুজ। এমন দাবি করেছে (Lahore) লাহোরের পুলিশ। ইমরান থানকে…

পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan)বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে AK 47 রাইফেল ও কার্তুজ। এমন দাবি করেছে (Lahore) লাহোরের পুলিশ।

ইমরান থানকে গ্রেফতার করতে গিয়ে তার বাড়িতে ঢুকতে গিয়ে গত ৪৮ ঘন্টা ধরে নাকানি চোবানি খেয়েছে পুলিশ। অবশেষে সমর্থকদের ঘেরাটোপ ভেঙে যখন পুলিশ জামান পার্কের বাড়ির দরজা ভাঙল ততক্ষণে আদালত ইমরান খানের গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছে।

প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন যে সব উপহার পেরেছিলেন তার কয়েকটি আইন অনুযায়ী সরকারি কোষাগারে (তোষাখানা) জমা দেননি। এই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় গ্রেফতারির পরোয়ানা জারি হয়েছিল ইমরান খানের বিরুদ্ধে। তবে ইমরান খানের দাবি, তাঁর সরকারকে ষড়যন্ত্র করে ফেলে দিয়ে রাজনীতি থেকে দূরে রাখতে মামলা চলছে।

টানা দুদিন ধরে লাহোরের জামান পার্কে ইমরান খানের বাড়ি ঘিরে রাখেন তেহরিক ই ইনসাফ দলের সমর্থকরা। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ চলে। নামানো হয় আধাসেনা। সংঘর্ষ আরও বাড়ে। পাকিস্তান জুড়ে ইমরান খান আইনের শাসন প্রতিষ্ঠা করার ডাক দেন। একের পর এক শহরে বিক্ষোভ ছড়ায়।

আদালত নির্দেশ দেয় হাজিরার। বলা হয় হাজিরা দিলে গ্রেফতারি পরোয়ানা স্থগিত হবে। শনিবার আদালতে হাজিরা দিতে বের হয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তার পরেই তাঁর জামান পার্কের বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ।

লাহোর পুলিশের দাবি, অভিযানে ইমরানের বাসভবন থেকে একে-৪৭ ও বুলেট উদ্ধার করা হয়েছে। ইমরান খানের দলের ৬০ জনের বেশি কর্মী-সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

বাড়িতে পুলিশের অভিযানের কথা শুনে ইমরান খান বলেন, পুলিশ আমার বাড়ি জামান পার্কে হামলা চালিয়েছে। সেখানে আমার স্ত্রী বুশরা বেগম একা। কোন আইনে তারা এমনটা করছে? এ নিয়ে পাকিস্তান জুড়ে তীব্র উত্তেজনা।