Lahore Airport Fire: দাউ দাউ করে জ্বলছে এয়ারপোর্ট! বিপর্যস্ত বিমান পরিষেবা

সাতসকালে পাকিস্তানের লাহোর এয়ারপোর্টে (Lahore Airport Fire) আগুন। অগ্নিকাণ্ডের জেরে বিপর্যস্ত বিমান পরিষেবা। এর জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন যাত্রীরা। অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।…

Lahore Airport Fire

সাতসকালে পাকিস্তানের লাহোর এয়ারপোর্টে (Lahore Airport Fire) আগুন। অগ্নিকাণ্ডের জেরে বিপর্যস্ত বিমান পরিষেবা। এর জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন যাত্রীরা। অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ইমিগ্রেশন কাউন্টারের ছাদ থেকে আগুনের সূত্রপাত। পরে সেই আগুন ধীরে ধীরে লাউঞ্জে ছড়িয়ে পড়ে। গোটা লাউঞ্জ চত্বর ধোঁয়ায় ঢেকে যায়।

বিমানবন্দরের কর্মীরা কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডের জেরে হতাহতের কোনও খবর নেই। তবে বিমানবন্দরের কিছু সামগ্রীর ক্ষতি হয়েছে। আচমকা আগুন লেগে যাওয়ায় যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনেকেই ছোটাছুটি শুরু করেন। তবে অতি দ্রুততার সঙ্গে এয়ারপোর্টের কর্মীরা সমস্ত যাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।

   

অগ্নিকাণ্ডের জেরে বিমান পরিষেবাও ব্যাহত হয়। বেশ কিছু আন্তর্জাতিক বিমান পিছিয়ে দেওয়া হয়। একই সঙ্গে এদিন হজ যাত্রার ফ্লাইট উদ্বোধন হওয়ার কথা ছিল। সেটির যাত্রার সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, এয়ারপোর্টের বেশ কিছু এলাকা ধোঁয়ায় ঢেকে রয়েছে, যাত্রীদের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট।

কীভাবে আগুন লাগল, তা জানতে বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। শীঘ্রই সেই দল তাদের রিপোর্ট পেশ করবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের জেরে ক্ষতির মুখে পড়েছে ইমিগ্রেশন কাউন্টার। ঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানতে বিশেষ দল গঠন করা হয়েছে। সেই দল বিশদ রিপোর্ট তৈরি করবে।

সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) জানিয়েছে, আপাতত যাত্রীদের চিন্তার কিছু নেই। সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে এখন ডোমেস্টিক লাউঞ্জ থেকে আন্তর্জাতিক বিমানগুলি চালানো হচ্ছে। নিরাপত্তার স্বার্থে আন্তর্জাতিক টার্মিনাল কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। কিছু ক্ষণের মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।