সের্জিও লোবেরা নাকি ওডিশা এফসিকে বিদায় জানাতে পারেন। অন্য দিকে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের হেড কোচ হিসেবে এখনও নিশ্চিত নন লোপেজ হাবাস। এই দুই সম্ভাবনার ওপর ভিত্তি করে কিছু ক্ষেত্রে দাবি করা হচ্ছে, মোহনবাগানের কোচ হওয়ার দৌড়ে থাকতে পারেন লোবেরা। সম্প্রতি পাওয়া আপডেট অনুযায়ী, অচিরেই মোহনবাগান-লোবেরা জল্পনার অবসান হতে পারে।
সদ্য শেষ হওয়ার আইএসএল মরসুমের জন্য বড় বাজেটের দল গঠন করেছিল ওডিশা এফসি। ওডিশা এফসি কর্ণধার রোহন শর্মা নিজে জানিয়েছেন, নতুন মরসুমেও বাজেট কমানোর কোনো ভাবনা নেই। ফলত আসন্ন মরসুমেও তাঁদের দল দর্শনীয় হতে পারে বলে আশা করা যায়।
একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আরো দাবি করা হচ্ছে, ওডিশা এফসির সঙ্গেই যুক্ত থাকতে চলেছেন অভিজ্ঞ সের্জিও লোবেরা। সব ঠিক থাকলে ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে পারেন ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম আলোচিত এই কোচ।
Who are telling that Sergio lobera will join mohunbagansg
Tell tham in there dreams only…Save this tweet #mohanbagan
— Roshan Meher (@rmeher474) May 9, 2024
লোবেরা ওডিশা এফসির সঙ্গে নতুন চুক্তিতে সম্মতি প্রদান করলে শেষ হবে মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হওয়ার জল্পনা। লোবেরা ওডিশার কোচ না-ও থাকতে পারেন, এই সম্ভাবনার ওপর ভিত্তি করেই কেউ কেউ দাবি করছেন, সবুজ মেরুনে ব্রিগেডের কোচ হতে পারেন তিনি। কিন্তু ওডিশা তাঁকে ধরে রাখলে লোবেরার অন্য কোনো দলের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা আর থাকবে না। শেষ পর্যন্ত তিনি কোন দলে থাকেন এবং মোহনবাগান সুপার জায়ান্টের কোচের সাইট কে বসেন, সেটা জানার জন্য আরো একটু অপেক্ষা করতে হবে।