Canada: কানাডায় জঙ্গি খালিস্তানি প্রকাশ্য সমাবেশ, হাত গুটিয়ে ট্রুডো

কানাডায় রবিবার সমস্ত গুরুদ্বারে সমাবেশের ডাক দিয়েছে খলিস্তানিরা। মহাসমাবেশ হবে সারি শহরে। ওই শহরেই এক গুরুদ্বারের বাইরে এ বছর খুন হন খলিস্তানি নেতা ব্যবসায়ী হরদীপ…

কানাডায় রবিবার সমস্ত গুরুদ্বারে সমাবেশের ডাক দিয়েছে খলিস্তানিরা। মহাসমাবেশ হবে সারি শহরে। ওই শহরেই এক গুরুদ্বারের বাইরে এ বছর খুন হন খলিস্তানি নেতা ব্যবসায়ী হরদীপ সিংহ নিজ্জর। এই বিচ্ছিন্নতাবাদী কানাডিয়ান নাগরিকের হত্যাকাণ্ডে ভারত সরকারের হাত আছে বলে সে দেশের প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর অভিযোগ ঘিরে কূটনৈতিক মহলে শোরগোল চলছে।

ভারত-কানাডা সম্পর্কের অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বনেতারা সম্পর্ক স্বাভাবিক করার কথা বললেও ট্রুডো প্রশাসন যে তা কানে তুলছে না, তার প্রমাণ মিলছে ট্রুডোর কার্যকলাপে। খলিস্তানিদের রবিবারের কর্মসূচি তার প্রমাণ দিচ্ছে। গুরুদ্বারে সমাবেশ এবং সারি শহরে মহা সমাবেশের ডাক দিয়েছে শিখ বিচ্ছিন্নতাবাদীদের সহায়ক সংস্থা শিখস ফর জাস্টিস। সমাবেশ থেকে খলিস্তান আদায়ে ভারতের বিরুদ্ধে পরবর্তী রণনীতি ঘোষণা করার কথা।

   

সূত্রের খবর, ভারত সরকার কূটনৈতিক চ্যানেলে ট্রুডো প্রশাসনকে রবিবারের সমাবেশের অনুমতি না দিতে অনুরোধ করেছিল, কিন্তু তাতে সাড়া মেলেনি। ভারতের বক্তব্য অনুযায়ী, এই উত্তেজনাময় পরিস্থিতিতে ভারত বিরোধী কর্মসূচি ঘোষণা কানাডায় বসবাসকারী অন্য ভারতীয়দের বিপদের কারণ হতে পারে। খলিস্তনিরা বিগত কয়েক বছর যাবৎ কানাডায় বসবাসকারী অশিখ ভারতীয়দের উপর জোর জুলুম, বিপুল অর্থ দাবি করছে। ওই দেশ ছাড়ার জন্য চাপ দিচ্ছে।রবিবারের সমাবেশের পর এই ধরনের ঘটনা আরও বেড়ে যেতে পারে।

Advertisements

মনে করা হচ্ছে রবিবারের সমাবেশের আসল উদ্দেশ্য ৬ অক্টোবরের গণভোট। শিখস ফর জাস্টিস ওইদিন কানাডা ছাড়াও অন্যান্য দেশে খলিস্তানের পক্ষে গণভোটের আয়োজন করছে। তা নিয়ে প্রচারের জন্যও রবিবারের সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ট্রুডো প্রশাসনকে সমাবেশের উদ্দেশ্য সম্পর্কে বিশদে জানানো সত্ত্বেও কোনও পদক্ষেপ করেননি কানাডা।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News