কার্কি বনাম বালেন শাহ! এবার নেতৃত্বের প্রশ্নে সংঘর্ষে জেন জেড বিক্ষোভকারীরা

কাঠমাণ্ডু: টানা দ্বিতীয় দিনে উত্তেজনা ছড়াল নেপালের ভদ্রকালী সেনা সদর দফতরের সামনে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার জেরে শুরু হওয়া জেন জেড তরুণদের বিক্ষোভ এবার নেতৃত্বের প্রশ্নে।…

Kathmandu protest violence

কাঠমাণ্ডু: টানা দ্বিতীয় দিনে উত্তেজনা ছড়াল নেপালের ভদ্রকালী সেনা সদর দফতরের সামনে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার জেরে শুরু হওয়া জেন জেড তরুণদের বিক্ষোভ এবার নেতৃত্বের প্রশ্নে। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কে থাকবেন-প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি, না কাঠমান্ডুর মেয়র বালেন শাহ? এই প্রশ্ন ঘিরেই রাস্তায় মুখোমুখি হল দুই শিবির।

স্লোগান যুদ্ধ থেকে হাতাহাতি

বৃহস্পতিবার দুপুরে স্লোগানযুদ্ধ থেকে শুরু হয়ে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি রূপ নেয় হাতাহাতি, তারপর প্রকাশ্য সংঘর্ষে। এমনকি, ধরণ মেয়র হার্কা সামপাংয়ের অনুগামীরাও এই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। একসময় ভদ্রকালী চত্বর কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয় সংবাদমাধ্যম খবরহাব একটি ছবি প্রকাশ করেছে, যেখানে এক বিক্ষোভকারীকে আরেকজনকে ঘুষি মারতে দেখা যায়। যদিও ছবিটির সত্যতা আমরা যাচাই করিনি। সেনা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে।

   

এর আগের দিনও একই স্থানে উত্তেজনা দেখা দিয়েছিল। তখনও মূল ইস্যু ছিল দুর্নীতি, স্বজনপোষণ ও ক্রমবর্ধমান বেকারত্বের অভিযোগ। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ঘোষণার পর থেকেই তরুণদের ক্ষোভ হঠাৎ করে ফেটে পড়ে সহিংসতায়।

জেন জেড প্রতিনিধিদের সঙ্গে বৈঠক Kathmandu protest violence

এই আবহেই সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বুধবার গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তিত্ব ও বিক্ষোভকারীদের প্রতিনিধি, যাদের সম্মিলিতভাবে “জেন জেড” বলা হচ্ছে-তাদের সঙ্গে বৈঠক করেন। সেনার দাবি ছিল, বিক্ষোভকারীরা যেন অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিয়ে ঐকমত্যে পৌঁছায়। কিন্তু বৃহস্পতিবারের চিত্র প্রমাণ করল, আন্দোলনের ভেতরেই বিভাজন এখন প্রকট।

Advertisements

চার দিনের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সেনার দমন-পীড়নে ইতিমধ্যেই কমপক্ষে ৩৪ জন নিহত, অগ্নিসংযোগে পুড়েছে সরকারি দফতর থেকে হোটেল, অসংখ্য ভবন। এরই মধ্যে দেশজুড়ে বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ১৩ হাজারেরও বেশি বন্দি কারাগার থেকে পালিয়ে গেছে।

অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব যত গভীর হচ্ছে, নেপালের আন্দোলনের ভবিষ্যৎ দিকও ততটাই অনিশ্চিত হয়ে পড়ছে।

World: Protests in Nepal intensify as supporters of interim leadership candidates Sushila Karki and Balen Shah clash outside the Bhadrakali Army Headquarters. The violence, part of the wider Gen Z movement, highlights deep divisions over who should lead the country.