‘টেক-তাইকুন’ এলন মাস্কের (Elon Musk) সঙ্গে কী ডেটিং করছেন ইতালীর প্রধানমন্ত্রী (Elon Musk Georgia Meloni dating)। সম্প্রতি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে একটি নৈশভোজে এক টেবিলে বসে গল্পগুজবে খাওয়াদাওয়া করতে দেখা গিয়েছে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং এক্সের কর্ণধার এলন মাক্সকে (Elon Musk Georgia Meloni dating)। আর দুজনের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে গুঞ্জন।
মার্কিন বিনিয়োগের জন্য জমি তৈরি, দূতাবাসের সঙ্গে আলোচনা জারি, দাবি মমতার
তবে কী নতুন করে প্রেমে পড়েছেন ইলন মাস্ক? এই প্রশ্ন এখন সর্বত্র ছেয়ে গিয়েছে নেটদুনিয়ায়। দুজনের সেই ছবি এবং ভিডিও বর্তমানে ভাইরাল হয়েছে সর্বত্র।
Do you think They’ll date? 🤣 pic.twitter.com/XXs1U45kjb
— Tesla Owners Silicon Valley (@teslaownersSV) September 24, 2024
সম্প্রতি আমেরিকার নিউইয়র্কের একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল দুজনকে। মাস্কও সেখানে মেলোনিকে একজন সৎ, উদ্দমী মহিলা হিসাবে ভূয়সী প্রশংসা করেন। এমনকি সকলের সামনে মেলোনির সৌন্দর্য নিয়েও প্রশংসা করতে ভোলেননি মাস্ক। ইটালির প্রধানমন্ত্রী হিসাবে মেলোনি যেভাবে কাজ করেছেন তারও প্রশংসা শোনা গিয়েছে মাস্কের গলায়। মাস্কের এই প্রশংসার জবাব দিয়েছেন মেলোনিও।
সুভাষের চিতাভস্ম ফিরিয়ে ডিএনএ টেস্টের দাবি, মিলছে না মোদীর সাড়া
তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই প্রশংসার জন্য ইলন মাস্ককে ধন্যবাদ জানাই। তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব। তবে ডেটিং নিয়ে দুজনেই জানিয়ে দিয়েছেন এমন কোনও ঘটনা হয়নি।
ইনি কে? নিজের বাসভবনেই কোন ‘হেমন্ত সোরেনে’র সঙ্গে সাক্ষাৎ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর?
তবে মুখে তারা যতই না করুক না কেন নেটিজেনরা কিন্তু দুজনের চোখের ভাষা বুঝেছেন। এই দুজনের মনের টান নিয়ে জল্পনা শুরু করেছেন নেটিজেনরা। তবে দুজনের দুজনের দিকে চেয়ে থাকার ভাবভঙ্গী কিন্তু কেউ হালকাভাবে নিচ্ছেন না।