মার্কিন বিনিয়োগের জন্য জমি তৈরি, দূতাবাসের সঙ্গে আলোচনা জারি, দাবি মমতার

বাংলায় মার্কিন বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে। রাজ্যে সেমিকন্ডাক্টর নিয়ে আমেরিকান কাউন্সিলের সঙ্গে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সংস্থার আসার আগে আমরা প্রস্তুতি নিয়ে রাখব। আগামী জানুয়ারিতে এবিষয়ে…

Mamata Banerjee on US investment in west benagal and heath situation

বাংলায় মার্কিন বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে। রাজ্যে সেমিকন্ডাক্টর নিয়ে আমেরিকান কাউন্সিলের সঙ্গে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সংস্থার আসার আগে আমরা প্রস্তুতি নিয়ে রাখব। আগামী জানুয়ারিতে এবিষয়ে রোডম্যাপ তৈরি করা হবে। এছাড়াও জিন্দল সহ একাধিক সংস্থা বাংলায় স্টিল প্ল্যান্ট তৈরি করছে। হাওড়া-হুগলিতে প্রচুর কারখানা হচ্ছে। বৃহস্পতিবার নবান্নে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) 

ইনি কে? নিজের বাসভবনেই কোন ‘হেমন্ত সোরেনে’র সঙ্গে সাক্ষাৎ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর?

   

তিনি বলেন, আমাদের ছেলেমেয়েরা দক্ষ, টেকনিক্যাল বিষয় ভালো জানে। সেমি কন্ডাক্টরের কারখানার জমি দেখা হয়েছে।  

সম্প্রতি  আমেরিকাতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করে পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর নির্মাণে বিনিয়োগের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই খবর সামনে আসতেই কিছুটা খুশির হাওয়া ওঠে রাজ্যের শিল্প-বানিজ্য মহলে। আর সেই খুশির রেশ ধরেই নিজের ফেসবুক ওয়ালে  প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত সোমবার নিজের ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন, “আমি যথেষ্ট সৌভাগ্যবান যে দীর্ঘদিনের চেষ্টার পর পশ্চিমবঙ্গ একটি বৃহৎ আন্তর্জাতিক বিনিয়োগল পেতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে বাংলায় সেমিকন্ডাক্টর ক্ষেত্রে বিপুল বিনিয়োগের কথা সামনে উঠে এসেছে। এটা আমাদের পক্ষে খুবই ভালো খবর।” 

পুজোর মাস অক্টোবরে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন তালিকা

তবে এদিন সেমিকন্ডাক্টর শিল্পের পাশাপাশি রাজ্যের হাসপাতাল পরিস্থিতি নিয়েও এদিন মুখ্যমন্ত্রী বলেন, ” হাসপাতালের সুরক্ষা নিশ্চিত করতে ১০০ কোটি বিনিয়োগ।রোগী কল্যান সমিতি ভেঙে দিয়েছি। মুখ্যস্বাস্থ্য অধিকর্তাদের সতর্ক করা হয়েছে। এবার থেকে অধ্যক্ষরাই রোগী কল্যান সমিতির চেয়ারম্যান। প্রতিটি সমিতিতে ১জন জুনিয়র ডাক্তার, নার্স ও সিনিয়র ডাক্তার ও ১ জন জনপ্রতিনিধি থাকবে। 

Tiljala case: তিলজলাকাণ্ডে ১৮ মাসের মধ্যে ধর্ষকের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা আদালতের

সমস্ত সমস্যা মুখ্য সচিবেরা আলোচনা করে  সমাধান করে নেবেন। নারী নিরাপত্তার  জন্য  রাত্তিরের সাথী দ্রুত বাস্তবায়ন করা হবে। এছাড়াও হাসপাতালে সিকিউরিটি অডিট করে পুলিশে ১২ হাজার নিয়োগ করা হবে। আমরা চাইনা জাস্টিস খারাপ হোক।”