Israel-Hamas War: গাজায় এবার পরমাণু বোমা নিক্ষেপ ? হুমকি ইজরায়েলের

গাজা উপত্যকায় হামাস আক্রমণের পর থেকেই আকাশ পথে হামলা চালাচ্ছে ইজরায়েল। উত্তর গাজা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এবার গাজায় পরমাণু বোমা ফেলার হুমকি দিলেন ইজরায়েলের হেরিটেজ…

গাজা উপত্যকায় হামাস আক্রমণের পর থেকেই আকাশ পথে হামলা চালাচ্ছে ইজরায়েল। উত্তর গাজা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এবার গাজায় পরমাণু বোমা ফেলার হুমকি দিলেন ইজরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলিয়াহু। ইজরায়েলের ওটজমা ইয়েহুদিত পার্টির সদস্য ইলিয়াহু এক রেডিও সাক্ষাৎকারে একথা বলেন।

ইজরায়েলের এতিহ্য রক্ষার্থে তৈরি হওয়া মন্ত্রকের মন্ত্রী এই রেডিও সাক্ষাৎকারে সাফ জানালেন, ৭ অক্টোবর হামলার ওপর হামাস যেভাবে আমাদের দেশে মা, বোন, ছোট শিশুদের অপহরণ করে সীমান্ত পেরিয়ে গাজায় নিয়ে গিয়েছে। এখন আমাদের ওদের শেষ করতে সব চরম পদক্ষেপই নিতে হচ্ছে। আগামী দিনে গাজার ওপর পরমাণু বোমা ফেলার সম্ভাবনাও খোলা থাকছে বলে মন্ত্রী জানান। ইলিয়াহু-র এই মন্তব্য নিয়ে গোটা বিশ্বে সাড়া পড়ে গিয়েছে।

গাজার বাসিন্দাদের ‘নাৎসি’ আখ্যায়িত করে এলিয়াহু উপত্যকায় মানবিক সহায়তা পাঠানোর বিষয়েও আপত্তি জানিয়েছেন বলে টাইমস অব ইজরায়েলের খবরে বলা হয়েছে। তিনি বলেন, গাজা উপত্যকায় সাধারণ নাগরিকদের মতো ‘এমন কিছু নেই’, যা ইঙ্গিত দেয় যে সংঘাত-বিধ্বস্ত অঞ্চলে বসবাসকারী প্রত্যেকেই হামাসের সাথে কোনও না কোনও ভাবে যুক্ত।

গাজা ইজরায়েলে এলে ফিলিস্তিনিদের কী হবে জানতে চাইলে ইলিয়াহু বলেন, ‘গাজার দানবরা আয়ারল্যান্ড বা মরুভূমিতে চলে যেতে পারে এবং তাদের নিজেদের সমাধান খুঁজে বের করা উচিত।

ইজরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলিয়াহু আবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-র বেশ ঘনিষ্ঠ নেতা হিসাবেই পরিচিত। মন্ত্রী গাজার ওপর পরমাণু বোমা হামলার কথা বলে আসলে নেতানিয়াহু-র মনের কথা ফাঁস করলেন কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

যদিও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইলিয়াহুর মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন, তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন “এসব মন্তব্যের বাস্তব ভিত্তি নেই। ইজরায়েল ও আইডিএফ নিরপরাধ মানুষের ক্ষতি এড়াতে আন্তর্জাতিক আইনের সর্বোচ্চ মান অনুযায়ী কাজ করছে। আমাদের জয়ী না হওয়া পর্যন্ত এটি চালিয়ে যাব,”