Israel Hamas War: গাজায় এবার স্থলপথে হামলা ! ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় ইজরায়েলি বাহিনী

গাজা উপত্যকায় হামাস আক্রমণের পর ৯ দিন পার হয়েছে। চলছে অনবরত গোলাবৃষ্টি। এরমাঝে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্থলপথে আক্রমণের কথা জানালো। রবিবার আইডিএফ জানিয়েছে, গাজায় সম্ভাব্য…

গাজা উপত্যকায় হামাস আক্রমণের পর ৯ দিন পার হয়েছে। চলছে অনবরত গোলাবৃষ্টি। এরমাঝে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্থলপথে আক্রমণের কথা জানালো। রবিবার আইডিএফ জানিয়েছে, গাজায় সম্ভাব্য স্থল হামলার বিষয়ে ‘রাজনৈতিক সিদ্ধান্তের’ অপেক্ষায় রয়েছে। ইজরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের ওই অঞ্চল ছেড়ে দক্ষিণে সরে যাওয়ার জন্য তিন ঘণ্টার সময়সীমা দিয়েছে।সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সাধারণ মানুষকে সতর্ক করে দিয়ে বলেছেন, অভিযান শুরু হলে এলাকাটি ‘সক্রিয় যুদ্ধক্ষেত্রে’ পরিণত হবে।

ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর আগে ঘোষণা করেছিল যে, তারা গাজা উপত্যকায় বিমান, স্থল এবং নৌ বাহিনীর সমন্বয়ে একটি “সমন্বিত” আক্রমণের জন্য প্রস্তুত নিচ্ছে। উল্লেখ্য, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা সীমান্তের কাছে সৈন্যদের সঙ্গে সাক্ষাতের পর সেনাবাহিনীর এই বিবৃতি এসেছিল।এবার ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর এই খবর সামনে আসতেই গাজা উপত্যাকার সাধারণ মানুষ ওই এলাকা ছাড়তে শুরু করেছে।

   

গত শুক্রবারই রাষ্ট্রপুঞ্জকে ইজরায়েলি সামরিক বাহিনী বলেছিল গাজা ভূখণ্ডের উত্তর অংশ থেকে ১১ লক্ষ মানুষকে গাজার দক্ষিণাংশে স্থানান্তর করার জন্য। গাজা ভূখণ্ডের মোট জনসংখ্য়া প্রায় ২২ লক্ষ। অর্থাৎ, অর্ধেক গাজাবাসীকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় শিবিরে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল তেল আবিব।

গাজায় হামাস আক্রমণের পর লাগাতার আকাশপথে গাজা ভূখণ্ডে বোমা বর্ষণ করে গিয়েছে ইজরায়েল। হামলা করা হয়েছে হামাসের বিভিন্ন কার্যালয় এবং হামাস সদস্যদের এবং তাদের পরিবারবর্গের বাড়িতে। তবে, এই হামলায় এখনও পর্যন্ত ২,৩২৯ জন ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রক।তবে তাতেও থামেনি ইজরায়েল। এবার স্থলপথে আক্রমণের জন্য সবুজ সংকেতের অপেক্ষা করেছে বলে জানিয়েছে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী।