Israel Hamas War: গণহত্যার বদলা নিতে গাজায় অভিযান হবেই জানাল ইজরায়েল, নজর ওয়েস্ট ব্যাংকেও

ইজরায়েল ও হামাস সংগঠনের যুদ্ধ (Israel Hamas War) আজ ১৬ তম দিন। গত ৭ অক্টোবর গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনি হামাস জঙ্গিরা পাঁচ হাজারের বেশি রকেট…

Israel Hamas War: গণহত্যার বদলা নিতে গাজায় অভিযান হবেই জানাল ইজরায়েল, নজর ওয়েস্ট ব্যাংকেও

ইজরায়েল ও হামাস সংগঠনের যুদ্ধ (Israel Hamas War) আজ ১৬ তম দিন। গত ৭ অক্টোবর গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনি হামাস জঙ্গিরা পাঁচ হাজারের বেশি রকেট হামলা করে ইজরায়েলের সুরক্ষা বলয় ভেঙে দিয়েছিল। ইজরায়েলে ঢুকে গণহত্যা চালিয়েছিল। তারই প্রত্যাঘাতে ইজরায়েলের হামলায় গাজাও মৃত্যুপুরী। BBC জানাচ্ছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি তারা গাজায় স্থল অভিযানের প্রস্তুতি সম্পন্ন করেছে।

BBC জানাচ্ছে, গাজার শাসক হামাসের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৪,৪৬৯ হয়েছে। বিবিসি আরও জানাতে, ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৪০০ ইজরায়েলি নিহত। ইজরায়েলের ইতিহাসে সবচেয়ে মারাত্মক যুদ্ধে রবিবার পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৫৮৬৯ জন।

ইজরায়েল সরকার এবার গাজার পাশাপাশি প্যালেস্টাইনের অপর অংশ ওয়েস্ট ব্যাংকে একটি মসজিদের তলায় জঙ্গি ঘাঁটি আছে বলে দাবি করল। ত ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী ছবি প্রকাশ করে ওইসব মসজিদের নিচে একটি বাঙ্কারের প্রবেশ পথ দেখায়। বলা হয়েছে যে জঙ্গিরা সেখানে অস্ত্র মজুত করেছে।

Advertisements

আর গাজা উপত্যকায় হামাস গোষ্ঠীর উপর চাপ বাড়াতে ইজরায়েলি সামরিক বাহিনী  তাদের হামলা জোরদার করার প্রস্তুতি নিচ্ছে। আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন যে ইজরায়েল “যুদ্ধের পরবর্তী পর্যায়ে” প্রবেশের পরিকল্পনা করছে। গাজা সিটিতে হামলা বাড়ানো হবে। তিনি গাজাবাসীকে সতর্ক করে বলেন,  “আপনার নিজের নিরাপত্তার জন্য দক্ষিণ দিকে সরে যান।”