Nepal Earthquake: দুর্গাপূজার দাসিন উৎসবে কাঁপল নেপাল, দুলল দিল্লি

সাত সকালে কেঁপে উঠল উত্তর প্রদেশ, বিহার এবং দিল্লি-সহ সংলগ্ন NCR অঞ্চল। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের ধাডিং। এদিন সকাল ৭ টা ২৪ নাগাদ জোরালো ভূমিকম্প…

সাত সকালে কেঁপে উঠল উত্তর প্রদেশ, বিহার এবং দিল্লি-সহ সংলগ্ন NCR অঞ্চল। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের ধাডিং। এদিন সকাল ৭ টা ২৪ নাগাদ জোরালো ভূমিকম্প হয় নেপালে। যার প্রভাব পরে ভারতের বেশ কিছু রাজ্যে। তবে এই ভূমিকম্পের ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে মহাঅষ্টমীর সকালে আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৩।

আজ রবিবার সকাল ৭টা ২৪ মিনিটে নেপালে শক্তিশালী কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে ৫৫ কিলোমিটার পশ্চিমে ধাডিংয়ে ১৪ কিলোমিটার গভীরে।কাঠমাণ্ডু শহরের পাশাপাশি বাগমতি ও গন্ডকি প্রদেশেও জোরাল কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

   

নেপালের এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে। কারণ এর আগে গত ১৬ অক্টোবর নেপালে ৪.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। গত ৩ অক্টোবর দুপুর ২টা ৪০ মিনিটে নেপালের বিভিন্ন অংশে কেঁপে ওঠে। তারপরও উত্তরপ্রদেশ, বিহার এবং দিল্লি-এনসিআর-সহ ভারতের অনেক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। ১৭ তারিখ নেপালে আধ ঘণ্টার মধ্যে দুটি ভূমিকম্প হয়। নেপালের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজিক্যাল মনিটরিং অ্যান্ড রিসার্চ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২।