ইজরায়েলের উপর ১৫০ ইরানি মিসাইলের আঘাত, প্রত্যাঘাতের পরিকল্পনা নেতানিয়াহুর

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: একটু আগে যে আশঙ্কা করেছিলাম সেটাই হলো। তেলের দুনিয়ায় বাজল যুদ্ধের শিঙা। শতাধিক ইরানি মিসাইল আছড়ে পড়েছে ইজরায়েলের উপর (Israel Under…

Israel Tehran conflict

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: একটু আগে যে আশঙ্কা করেছিলাম সেটাই হলো। তেলের দুনিয়ায় বাজল যুদ্ধের শিঙা। শতাধিক ইরানি মিসাইল আছড়ে পড়েছে ইজরায়েলের উপর (Israel Under Attack)। যে কোনও মুহূর্তে পরমাণু শক্তিধর ইরানের উপর হামলা চালাবে ইজরায়েল। মধ্যপ্রাচ্য ও আরব দুনিয়ার সর্বত্র সতর্কতা জারি। কাতার সরকার জারি করল বিমান উড়ানের সতর্কতা। পারস্য উপসাগর থেকে হু হু করে নোনা হাওয়া বইছে। এই হাওয়ায় যুদ্ধের গন্ধ। বহুদূরে গঙ্গা-পদ্মার তীরে বঙ্গ জনজীবনে শরৎ-উৎসবের আবহে তেল দুনিয়ায় সংঘর্ষ ফেলতে চলল বড় প্রভাব।

Kolkata 24×7 এর মধ্যপ্রাচ্যের বিশেষ সংবাদদাতা সুজানা ইব্রাহিম মোহনা। তিনি বিশ্ব রাজনৈতিক উত্থান পতনের অন্যতম কেন্দ্র কাতারের রাজধানী দোহা শহরে থাকেন। আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে তাঁর রিপোটার্জ পশ্চিমবঙ্গবাসীর কাছে তুলে ধরেন।

   

ইজরায়েল থেকে সংবাদ আসছে, ইরানের নজিরবিহীন হামলা ইসরায়েল জুড়ে। 150টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইজরায়েলের আকাশে ইরানি মিসাইলের ঝলক। তবে ইজরায়েল সরকার জানিয়েছে, বেশিরভাগ মিসাইল আকাশেই ধংস করা হয়েছে। ইরানি হামলার পরপরই বিভিন্ন দেশ তাদের বিমান পরিষেবা আপাতত স্থগিত করেছে।

ইজরায়েলের উপর হামলা হবে এমনটাই জানিয়েছিল নিউইয়র্ক টাইমস। সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে হইহই পড়ে যায়। টাইমস অফ ইজরায়েল জানাচ্ছে, ইরান থেকে হামলার আশঙ্কা আছে। তবে প্রত্যাঘাতে তৈরি তারাও। ইরান সম্ভবত তিনটি সামরিক বিমান ঘাঁটি এবং তেল আবিবের উত্তরে একটি গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্যবস্তু করবে বলে মনে করা হচ্ছে। নিউউয়র্ক টাইমস বিশেষজ্ঞদের উদ্ধৃত করে জানাতে, যে এখন পূর্ণ মাত্রার যুদ্ধের সম্ভাবনা বেশি, ইরানের নতুন আক্রমণের পরে ইজরায়েল কঠোরভাবে আঘাত করবে।

ফিলিস্তিনি গোষ্ঠী হামাস গাজা থেকে ইজরায়েলের উপর রকেট হামলা করেছিল। ইজরায়েলের ভিতর গণহত্যা চালিয়েছিল। তার জবাবে হামাসকে প্রায় নিশ্চিহ্ন করেছে ইজরায়েল। সংগঠনের শীর্ষ নেতা হানিয়াকে ইরানের ভিতর খতম করেছে ইজরায়েল। এরপর হামাসের মিত্র লেবাননের হিজবুল্লাহ সংগঠনকে ধংস করছে ইজরায়েল। খতম হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহ। হামাস ও হিজবুল্লাহর মিত্র ইরান এবার হামলা চালাল। জানা যাচ্ছে ইরানের সর্বচ্চো নেতা আলি খামেনেই অত্যন্ত গোপন আশ্রয়ে আছে।

ইরানের জনগণকে মুক্তির স্বাদ দেওয়া হবে এমন ইঙ্গিতময় ভাষণে হামলার হুমকি দিয়েছেন ইজরায়েলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের সংবাদমাধ্যম ‘ইরনা’ জানাচ্ছে, ইজরায়েলের প্রধানমন্ত্রীর উত্তেজক ভাষণের পর জারি হয়েছে কড়া নিরাপত্তাপত্তা। দেশটির সর্বচ্চো নেতা আলি খামেনেই ইজরায়েলের অন্যতম টার্গেট বলেই জানা যাচ্ছে।