সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: হু হু করে নোনা হাওয়া বইছে। দোহা শহরের অনেক উঁচু ফ্ল্যাটের উপরে পারস্য উপসাগরের হাওয়ায় মিশে খবর ঝড়ের মতো আসে। এখন যেমন খবর এসেছে ইরানি (iran) মিসাইলের মুখ ঘুরে গেছে ইজরায়েলের দিকে! ইসলামি দুনিয়া দুই শিবিরে বিভক্ত-একপক্ষ সুন্নিপন্থী আরব জোট ও অন্যপক্ষ শিয়াপন্থী ইরান। তবে সুন্নিগোষ্ঠী বরাবরই আমেরিকা ঘনিষ্ঠ।
Kolkata 24×7 এর মধ্যপ্রাচ্যের বিশেষ সংবাদদাতা সুজানা ইব্রাহিম মোহনা। তিনি বিশ্ব রাজনৈতিক উত্থান পতনের অন্যতম কেন্দ্র কাতারের রাজধানী দোহা শহরে থাকেন। আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে তাঁর রিপোটার্জ পশ্চিমবঙ্গবাসীর কাছে তুলে ধরেন।
পরমাণু শক্তিধর ইরান। তাদের ঘনিষ্ঠ দুই সশস্ত্র গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহকে তছনছ করে দিয়েছে ইজরায়েল। ইরানের জনগণকে মুক্তির স্বাদ দেওয়া হবে এমন ইঙ্গিতময় ভাষণে হামলার হুমকি দিয়েছেন ইজরায়েলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরান যে কোনও সময় মিসাইল হামলা চালাতে পারে-প্রথমে এমন খবর দিল নিউইয়র্ক টাইমস। কিছু পর আলজাজিরা, আরব নিউজ, গাল্ফ নিউজসহ মধ্যপ্রাচ্যের বৃহৎ সংবাদমাধ্যমগুলিতে ব্রেকিং যুদ্ধ শুরু।
ইরানের সংবাদমাধ্যম ‘ইরনা’ জানাচ্ছে, ইজরায়েলের প্রধানমন্ত্রীর উত্তেজক ভাষণের পর জারি হয়েছে কড়া নিরাপত্তাপত্তা। দেশটির সর্বচ্চো নেতা আলি খামেনেই বিশেষ নিরাপত্তা বলয়ে ঘেরা। তিনি ইজরায়েলের অন্যতম টার্গেট বলেই জানা যাচ্ছে।
টাইমস অফ ইজরায়েল জানাচ্ছে, ইরান থেকে হামলার আশঙ্কা আছে। তবে প্রত্যাঘাতে তৈরি তারাও। নিউইয়র্ক টাইমস তিনজন ইজরায়েলি কর্মকর্তাকে উদ্ধৃত করে জানাচ্ছে, গত এপ্রিলে যখন ইরান থেকে ইসরায়েলে আক্রমণ হয়েছিল, তখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো পৌঁছতে 12 মিনিট সময় লেগেছিল। ইরান থেকে ছোঁড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলি ইজরায়েলে দু ঘন্টা সময় নেয় এবং ড্রোনগুলি তাদের লক্ষ্যে পৌঁছাতে প্রায় নয় ঘন্টা সময় নেয়।
ইরান সম্ভবত তিনটি সামরিক বিমান ঘাঁটি এবং তেল আবিবের উত্তরে একটি গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্যবস্তু করবে বলে মনে করা হচ্ছে। নিউউয়র্ক টাইমস বিশেষজ্ঞদের উদ্ধৃত করে জানাতে, যে এখন পূর্ণ মাত্রার যুদ্ধের সম্ভাবনা বেশি, ইরানের নতুন আক্রমণের পরে ইজরায়েল কঠোরভাবে আঘাত করবে।