Israel Hamas War: ‘এবার মারব’ ইজরায়েলি সেনার হুমকি পেয়ে দুই মার্কিন পণবন্দিকে মুক্তি দিল হামাস

ইজরায়েল সেনার হুমকি ভিতরে ঢুকে মারব। এমন বার্তা পেয়েই গাজার শাসক তথা ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস দুজন মার্কিন পণবন্দিকে মুক্তি দিয়েছে। এই দুজনকে গত ৭…

ইজরায়েল সেনার হুমকি ভিতরে ঢুকে মারব। এমন বার্তা পেয়েই গাজার শাসক তথা ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস দুজন মার্কিন পণবন্দিকে মুক্তি দিয়েছে। এই দুজনকে গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা ও গণহত্যা চালানোর সময় অপহরণ করেছিল হামাস জঙ্গিরা। গাজা থেকে দুই মার্কিন নাগরিক জুডিথ ও তার কন্যা নাটালিয়াকে ছেড়ে দেওয়ার পর তাদের গ্রহণ করে ইজরায়েল সরকার। বিবিসি জানাচ্ছে, হামাস বলেছে এই দুজনকে ‘মানবিক কারণে’ ছেড়ে দেওয়া হয়েছে।

বিবিসি জানাচ্ছে, গত ৭ অক্টোবর ইজরায়েলি ভূখণ্ডের ভেতরে গিয়ে হামাসের সদস্যরা ১৪০০ মানুষকে হত্যা করে। ২০০ জনকে পণবন্দি করে নিয়ে যায়।এদের মধ্যে ৫৯ বছর বয়সী জুডিথ ও সতের বছর বয়সী কন্যা ছিলেন। তাদের দক্ষিণ ইজরায়েল থেকে অপহরণ করা হয়েছিল।

বিবিসি  জানাচ্ছে নাটালিয়ার দিদিমা তামারের ৮৫তম জন্মদিন পালন চলছিল তিনি অবশ্য ওই হামলায় প্রাণে বেঁচেছেন। তামার ও তার সঙ্গী ঘরের মধ্যেই একটি সেফ রুমে লুকিয়ে থাকতে সক্ষম হন। নাটালিয়া রানানের বাবা উরি রানান এপি নিউজ এজেন্সিকে বলেছেন ‘সে এখন ভালো আছে’। এক সপ্তাহের মধ্যেই তারা শিকাগো ফিরে আসবে।

বিবিসি’র খবর, জেরুজালেমে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রকাশ করা একটি ছবিতে দেখা যাচ্ছে নাটালিয়া ও জুডিথ ফোনে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা বলছেন। পরে মার্কিন দূতাবাস জানায় “হামাস অপহরণ করেছিলো এমন দুজন মার্কিন নাগরিকের সঙ্গে প্রেসিডেন্ট কথা বলেছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে তারা নিরাপদ। প্রতি অপহৃতকে তাদের প্রিয়জনের কাছে ফিরিয়ে আনার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব”।