নয়াদিল্লি: ট্রাম্পের (Donald Trump) যুদ্ধ-বন্ধের নিষেধাজ্ঞায় কার্যত জল ঢেলে গাজায় (Gaza) ফের হামলা করল ইজরায়েল (Israel)। স্থানীয় সূত্রে খবর, শনিবার গাজায় ইজরায়েলি এয়ারস্ট্রাইকে ছয়জন নিহত হয়েছেন। চিকিৎসা কর্মী এবং স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা শহরের একটি বাড়িতে ইজরায়েলের হামলায় চারজন নিহত হয়েছেন এবং দক্ষিণের খান ইউনিসে আরও দুজন নিহত হয়েছেন।
শুক্রবার হামাসের (Hamas) ইজরায়েলি বন্দীদের মুক্ত করার ঘোষণার পর নেতানিয়াহুর প্রতিক্রিয়ায় দীর্ঘস্থায়ী প্যালেস্তাইন-ইজরায়েল যুদ্ধে অবশেষে শান্তির সূর্য উঁকি দিচ্ছিল। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি গণমাধ্যম জানায় যে গাজায় আক্রমণাত্মক তৎপরতা কমাতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাম্পের ‘শান্তি’-র পরিকল্পনাকে প্রথম পর্যায়ের বাস্তবায়িত করতে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিল ইজরায়েলের সামরিক বাহিনীর প্রধান। তবে এই যুদ্ধ-বিরতি বা শান্তি চুক্তির জন্য গাজায় সামরিক তৎপরতা হ্রাস করা হবে কিনা তা উল্লেখ করেননি তিনি। এরপরেই ইজরায়েলের এয়ার স্ট্রাইকে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
ট্রাম্পের ‘শান্তি-বার্তা’-য় সম্মতি নেতানিয়াহুর
প্রসঙ্গত, বিশ্বের সাতটি যুদ্ধ বন্ধ করার দাবির পর প্যালেস্তাইন-ইজরায়েলের যুদ্ধ বন্ধের ক্ষমতা একমাত্র তাঁরই আছে বলে ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বিগত দুই বছরে প্যালেস্তাইনে প্রায় ৬৬ হাজার মানুষ ইজরায়েলি হামলার প্রাণ হারানোর পর অবশেষে নড়েচড়ে বসেন ট্রাম্প।
শুক্রবার হামাসের যুদ্ধবন্দীদের মুক্তির ঘোষণার পর নেতানিয়াহুকে (Benjamin Netanyahu) হামলা বন্ধ করার নির্দেশ দেন তিনি। নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, “ইজরায়েল ট্রাম্পের পরিকল্পনা অনুসারে যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর দলের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে”।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজার উপর হামলা শুরু করে ইজরায়েল। হামাসের নেতৃত্বে পাল্টা আক্রমণে ইজরায়েলের প্রায় ১২০০ জনের মৃত্যু হয়। সেইসঙ্গে ২৫১ জনকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয়। ইজরায়েলের তথ্য অনুযায়ী, এখনও গাজায় ৪৮ জন বন্দী রয়েছেন, যাঁদের মধ্যে ২০ জন জীবিত। অন্যদিকে, ইজরায়েলের আক্রমণে গাজায় ইতিমধ্যেই প্রায় ৬৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশ শিশু এবং মহিলা। প্রত্যেকেই সাধারণ মানুষ।