পুতিন পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হওয়ার দুইদিন পরে রাশিয়ায় জঙ্গি হামলার ঘটনা ঘটল। ভারতীয় সময় শুক্রবার গভীর রাতে সামরিক বাহিনী পোশাকে থাকা চার থেকে পাঁচজন বন্দুকধারী কনসার্ট হলে নির্বিচারে গুলি চালায় এবং গ্রেনেড নিক্ষেপ করে। ইতিমধ্যে এই নৃশংস ঘটনায় ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় ১৫০ জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
একটি জাতীয় সংবাদমাধ্যমের পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে, শুক্রবার মস্কোর ক্রোকাস সিটি হলে কনসার্ট চলাকালীন হামলা চালায় অভিযুক্তরা। নির্বিচারে গুলি চালায় আততায়ীরা। এরপর কনসার্ট হলের ভিতরে বোমাবাজিও করা হয়।পুলিশের তরফে জানানো হয়েছে, সন্দেহভাজন ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনার দায় স্বীকার করেছে আইএসআইএস।তারা জানিয়েছে, মস্কো শহরের বাইরে একটি বড় জমায়েতে হামলা চালানো হয়েছে। হামলার পর তারা সুরক্ষিতভাবে বেস বা ঘাঁটিতে ফিরে এসেছে। হামলার সময় সবাই ঘাবড়ে গিয়ে এদিকেওদিকে ছুটে যাওয়ার চেষ্টা করে। আপাতত এই ঘটনার তীব্র সমালোচনা করে সব প্রথম সারির দেশ।