কানাডায় পড়তে গিয়ে নিখোঁজ ভারতীয় ছাত্রের দেহ উদ্ধার

কানাডায় পড়াশোনা করতে গিয়ে বেশ কয়েকদিন আগে নিখোঁজ হয় গুজরাটের বাসিন্দা বিষয় প্যাটেল নামে এক ভারতীয় ছাত্র। অবশেষে নদীর ধার থেকে উদ্ধার ওই নিখোঁজ ছাত্রের…

কানাডায় পড়াশোনা করতে গিয়ে বেশ কয়েকদিন আগে নিখোঁজ হয় গুজরাটের বাসিন্দা বিষয় প্যাটেল নামে এক ভারতীয় ছাত্র। অবশেষে নদীর ধার থেকে উদ্ধার ওই নিখোঁজ ছাত্রের মৃতদেহ।

কানাডায় নদীর ধার থেকে একটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মৃতদেহটি এক ভারতীয় তথা গুজরাটের বাসিন্দা বছর কুড়ির বিষয় প্যাটেলের মৃতদেহ। বেশ কয়েকদিন আগে ওই ছাত্র নিখোঁজ হয়েছিল।

   

জানা গেছে, বেশ কয়েকদিন আগে নিখোঁজ হয়েছিলেন ভারতীয় ছাত্র। ছেলের কোনো খোঁজ না পেয়ে তার বাবা-মা ১৭ জুন বিষয় প্যাটেলের নিখোঁজ হওয়ার কথা ব্র্যান্ডন পুলিশকে জানায়। এরপর জরুরি বিভাগের কর্মীরা ওই ছাত্রকে খুঁজতে শুরু করে।

পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় ম্যানিটোবা প্রদেশের ব্র্যান্ডন সিটির কাছে সিনবোইন নদী এবং হাইওয়ে ১১০ সেতুর কাছে তল্লাশি অভিযানের সময় একটি মৃতদেহ পাওয়া গিয়েছে।

সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যার মৃতদেহ পুলিশ উদ্ধার করছে ওই নিখোঁজ ভারতীয় ছাত্রের নাম বিষয় প্যাটেল। তারা আরো জানায় নিখোঁজ ছাত্রের পরিবার ব্রিজের কাছে তার জামাকাপড় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ওই এলাকায় অভিযান চালালে এক ছাত্রের লাশ পাওয়া যায়।

সান সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, অ্যাসিনিবোইন নদীর কাছে একটি মৃতদেহ পাওয়া গেছে এবং তারা বিশ্বাস করে যে এটি অ্যাসিনিবোইন কমিউনিটি কলেজের ছাত্র বিষয় প্যাটেলের,। যে শুক্রবার সকাল থেকে নিখোঁজ বলে জানা গেছে। যদিও কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীর লাশের বিষয়টি নিশ্চিত করেনি।

এর আগে শনিবার বিকেল পর্যন্ত পুলিশ কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসাধারণকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের কারণে নদীর তীরে আসতে না বলেছিলেন। অন্যদিকে মুখ্য চিকিৎসা পরীক্ষকের কার্যালয় জানিয়েছে, কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্ত চালিয়ে যাবে।