শিশুপর্ন-কাণ্ডে ধৃত ভারতীয়ের সঙ্গে AAP নেতাদের ‘যোগসাজশ’? মুখে কুলুপ মান সরকারের

ওয়াশিংটন: শিশু পর্নোগ্রাফি রাখার অভিযোগে আমেরিকায় গ্রেফতার ৪২ বছর বয়সী ভারতীয় নাগরিক গুরজিত সিং মালহি (Indian man Arrest in US for child porn)। অভিযুক্ত মালহির…

শিশুপর্ন-কাণ্ডে ধৃত ভারতীয়ের সঙ্গে AAP নেতাদের ‘যোগসাজশ’? মুখে কুলুপ মান সরকারের

ওয়াশিংটন: শিশু পর্নোগ্রাফি রাখার অভিযোগে আমেরিকায় গ্রেফতার ৪২ বছর বয়সী ভারতীয় নাগরিক গুরজিত সিং মালহি (Indian man Arrest in US for child porn)। অভিযুক্ত মালহির সঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর পরিবারের সদস্য এবং AAP নেতাদের ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে আসতেই, রাজ্যে শুরু হয়েছে চরম রাজনৈতিক বিতর্ক।

মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (ICE) জানিয়েছে, মালহির বিরুদ্ধে Child Sexual Abuse Material (CSAM) রাখার অভিযোগ আনা হয়েছে। এ ধরনের কনটেন্ট যুক্তরাষ্ট্রে ফেডারেল অপরাধ। ১১ জুলাই ICE-এর তরফে মালহির গ্রেফতারির ঘোষণা করা হয়।

   

ছবির ঘনিষ্ঠতা ঘিরে ঝড়, প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী মান

এই ঘটনাকে ঘিরে প্রথম তোপ দাগে পাঞ্জাব কংগ্রেস। দলের সিনিয়র নেতা সুখপাল সিং খাইরা প্রশ্ন তোলেন, “একজন শিশু পর্নোগ্রাফির অভিযোগে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে মুখ্যমন্ত্রীর পরিবারের কী সম্পর্ক? এই সম্পর্ক শুধু সামাজিক না আর্থিকও?”

সোশ্যাল মিডিয়ায় মালহির সঙ্গে AAP নেতৃত্বের ঘনিষ্ঠ ছবি শেয়ার করে তিনি আরও লেখেন, “যখন বিরোধীদের বিরুদ্ধে ছবি দেখিয়ে আপ নেতারা নৈতিকতার বুলি আওড়ান, তখন নিজের দলের ক্ষেত্রে এই নীরবতা কেন?”

বিজেপির তোপ: মুখ লুকিয়ে আর কতদিন? বিজেপির চণ্ডীগড় শাখাও এই প্রসঙ্গে সরব। এক বিবৃতিতে তারা জানায়, “শিশুপর্ন মামলায় অভিযুক্ত একজন ব্যক্তির সঙ্গে একাধিক AAP নেতার ছবি এখন সর্বজনবিদিত। এ বিষয়ে মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রীরা একবারের জন্যও মুখ খোলেননি। কেন?”

বিজেপির তির্যক মন্তব্য, “ছবির ভিত্তিতে অন্যদের দোষারোপে AAP যাদের সিদ্ধহস্ত, আজ নিজেদের ঘরের দিকেই তাকাক।”

Advertisements

যিনি অভিযুক্ত: কে এই গুরজিত মালহি?

মালহি এক ভারতীয় বংশোদ্ভূত NRI, যিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটে বসবাস করতেন। মার্কিন গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, তার কম্পিউটার ও ডিভাইসে শিশুদের উপর যৌন নির্যাতনের কনটেন্ট মজুত থাকার প্রমাণ মিলেছে।

এই অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্রে তাঁর বিরুদ্ধে ফেডারেল আইন অনুযায়ী কড়া শাস্তির সম্ভাবনা।

চুপ করে AAP, প্রশ্নের মুখে নৈতিকতা

এই চাঞ্চল্যকর ঘটনার পরেও AAP সরকার এখনও পুরোপুরি নীরব। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান কিংবা দলের কোনও শীর্ষ নেতা এখনো পর্যন্ত এই বিতর্কিত ছবি ও অভিযোগ নিয়ে একটিও মন্তব্য করেননি।

রাজনৈতিক মহলের একাংশের মতে, “এই নীরবতা আপ-এর দুর্বলতা ও অস্বস্তিরই ইঙ্গিত।”

এক ব্যক্তির গ্রেফতারি, গোটা সরকারের অস্বস্তি

একজন NRI-এর বিরুদ্ধে শিশু পর্ন মামলার অভিযোগ এখন শুধু আইনি নয়, হয়ে উঠেছে রাজনৈতিক ভূমিকম্পের কেন্দ্রে। পাঞ্জাবের শাসকদল AAP-এর বিরুদ্ধে উঠছে নৈতিকতার দ্বিচারিতা ও যোগসাজশের অভিযোগ। আর উত্তর না দেওয়া প্রতিটি মুহূর্তে বাড়ছে সরকারের উপর চাপ।