টরন্টো: সোমবার কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের অ্যাবটসফোর্ড শহরে আততায়ীর গুলিতে ঝাঁঝরা হয়ে মারা যান ভারতীয় বংশোদ্ভূত ব্যাবসায়ী দর্শন সিং সাহসি (Darshan Singh Sahsi)। টার্গেট কিলিং-এর দায় স্বীকার করে সমাজমাধ্যমে পোস্ট করেছে লরেন্স বিশ্নোই গ্যাং (Lawrence Bishnoi)। এদিন বিশ্নোই গ্যাং-এর সদস্য গোল্ডী ধিলন সমাজমাধ্যমে দাবী করে, মাদক ব্যবসার সাথে জড়িত এবং তাঁদের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ২৭ অক্টোবর সকালে অ্যাবটসফোর্ডে বাড়ির বাইরে পাঞ্জাবি-কানাডিয়ান ব্যবসায়ী সাহসিকে হত্যা করা হয়েছে।
দর্শন সাহসি কে?
মূলত পাঞ্জাবের লুধিয়ানার রাজগড় গ্রামের আদি বাসিন্দা ৬৮ বছর বয়সী দর্শন সিং সাহসি (Darshan Singh Sahsi) ১৯৯১ সালে কানাডায় পাড়ি দেন। কানাডায় পৌঁছে বিভিন্ন ধরণের কাজ করে, অনেক সংগ্রামের পর তিনি একটি টেক্সটাইল রিসাইক্লিং ইউনিট, ক্যানাম ইন্টারন্যাশনালের অংশীদারিত্ব কেনেন।
পরবর্তীকালে ক্যানাম ইন্টারন্যাশনালকে একটি বিশ্বমানের কোম্পানিতে পরিণত করেছিলেন সাহসি, বলে জানা গিয়েছে। পাঞ্জাব থেকে বহু মানুষ তাঁর সংস্থায় কাজ করতে কানাডায় (Canada) যান। গুজরাটের কান্ডলাতেও তাঁর কময়ানির একটি শাখা আছে। এর পাশাপাশি সামাজিক ও জনহিতকর কাজে সক্রিয়ভাবে জড়িত ছিলেন সাহসি, বলে জানা গিয়েছে।
কীভাবে বিশ্নোই গ্যাং-এর শিকার হলেন তিনি?
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অ্যাবটসফোর্ড শহরে দর্শন সিং সাহসির বাড়ির কাছেই অপেক্ষা করছিল কুখ্যাত লরেন্স বিশ্নোই গ্যাং-এর সদস্য। সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে সাহসি নিজের গাড়িতে রওনা হলে তাঁকে অন্য একটি গাড়িতে ফলো করে সাহসির গাড়িতে গুলির বর্ষণ শুরু করে বিশ্নোই গ্যাং-এর ওই আততায়ী।
ওইদিন সকাল ৯.২২ নাগাদ গুলি চালানোর খবর পায় অ্যাবটসফোর্ড পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে সাহসিকে গুরুতর অবস্থায় দেখতে পাযণ পুলিশকর্তারা। সাহসিকে বাঁচানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি বলে জানা গিয়েছে। এই ঘটনায় এখনও কোনও গ্রেফতার করা হয়নি এবং তদন্ত চলছে।


