নয়াদিল্লি: ইউক্রেন হামলায় প্যালেস্তাইনে (Palestine) মৃতের সংখ্যা প্রায় ৬৫ হাজার। যার মধ্যে শিশু, বৃদ্ধ এবং মহিলাদের সংখ্যাই বেশি। প্যালেস্তাইনের প্রতি বরাবর সমর্থন, সহমর্মিতা রেখেছে ভারত। তবে গত কয়েক বছর ধরে সেই সমীকরণ ক্ষুণ্ণ হচ্ছে কিনা প্রশ্ন উঠছিল। তবে যুদ্ধবিধ্বস্ত প্যালেস্তাইনের প্রতি এবার রাষ্ট্রপুঞ্জের “New York Declaration” সভায় বড় পদক্ষেপ নিল ভারত।
দ্বিরাষ্ট্র নীতির পক্ষেই (Two state solution) ভোট দিল ভারত। ফ্রান্স কর্তৃক প্রস্তাবটিতে ভারত সহ ১৪২টি দেশ প্যালেস্তাইন এবং ইজরায়েল দ্বিরাষ্ট্র নীতির পক্ষে ভোট দিয়েছে। আমেরিকা, ইজরায়েল সহ ১০টি বিপক্ষে এবং ১২টি দেশের ভোটদানে বিরত থাকে। আরব দেশগুলিও সমর্থনেই ভোট দেয়। ইজরায়েল, আমেরিকা সহ আর্জেন্টিনা, পাপুয়া নিউ গিনি, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, প্যারাগুয়ে, পালাও, নাউরু এবং টঙ্গা প্রস্তাবের বিরোধিতা করে।
উল্লেখ্য, গাজার যুদ্ধবিরতি নিয়ে বিগত তিন বছরে চারবার ভোটদান থকে বিরত থাকে ভারত। এই নিয়েই প্যালেস্তানিকের প্রতি ভারতের অবস্থান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে। আমেরিকার সঙ্গে মোদীর সখ্যতাই ছিল প্রশ্ন ওঠার মূল কারণ। এই আবহে দ্বিরাষ্ট্র নীতিতে ভারতের ভোটদান আন্তর্জাতিক কূটনীতিতে যথেষ্ট বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
New York Declaration-এ কি বলা হয়?
সাত পৃষ্ঠার ঘোষণাপত্রে, গাজায় যুদ্ধের অবসান, প্যালেস্তাইন-ইজরায়েল দ্বিরাষ্ট্র নীতির মাধ্যমে দুই দেশের শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে অন্যান্য রাষ্ট্রের সমর্থন চাওয়া হয়। সেইসঙ্গে ৭ অক্টোবর ইজরায়েলের উপর হামাসের হামলায় ১,২০০ জন নিহত এবং ২৫০ জনেরও বেশি লোককে বন্দী হওয়ার ঘটনাকে নিন্দা করা হয়। অন্যদিকে, প্যালেস্তাইনের প্রতি ইজরায়েলের প্রতিশোধমূলক আক্রমণেরও সমালোচনা করা হয়।
দ্বিরাষ্ট্র নীতির মাধ্যমে দুই রাষ্ট্রের শান্তিপূর্ণ সহাবস্থান প্রত্যাশা করা হয় ঘোষণাপত্রটিতে। সেইসঙ্গে ইজরায়েলকে অবিলম্বে প্যালেস্তাইনের বিরুদ্ধে সহিংসতা ও উস্কানি বন্ধ করা, পূর্ব জেরুজালেম সহ অধিকৃত প্যালেস্তাইন ভূখণ্ডে বসতি স্থাপন, ভূমি দখল বন্ধ করার আহ্বান জানানো হয়।