কাশ্মীর নিয়ে ফের মিথ্যাচার! রাষ্ট্রপুঞ্জের মঞ্চেই পাকিস্তানকে তুলোধোনা ভারতের

নিউ ইয়র্ক: রাষ্ট্রপুঞ্জের মঞ্চকে ব্যবহার করে ফের কাশ্মীর ইস্যু খুঁচিয়ে তোলার চেষ্টা করল পাকিস্তান। তবে এবারও ভারতের পক্ষ থেকে এল অত্যন্ত কড়া এবং যুক্তিপূর্ণ জবাব।…

india slams pakistan at un

নিউ ইয়র্ক: রাষ্ট্রপুঞ্জের মঞ্চকে ব্যবহার করে ফের কাশ্মীর ইস্যু খুঁচিয়ে তোলার চেষ্টা করল পাকিস্তান। তবে এবারও ভারতের পক্ষ থেকে এল অত্যন্ত কড়া এবং যুক্তিপূর্ণ জবাব। বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাকিস্তানের প্রতিনিধির মন্তব্যের পাল্টায় ভারত স্পষ্ট জানিয়ে দিল, ইসলামাবাদ বারবার রাষ্ট্রপুঞ্জের মতো আন্তর্জাতিক মঞ্চকে অপব্যবহার করে তাদের নিজস্ব ‘বিভাজনমূলক অ্যাজেন্ডা’ চরিতার্থ করার চেষ্টা করছে।

Advertisements

বিভাজনমূলক অ্যাজেন্ডার সমালোচনা

রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী মিশনের কাউন্সিলর এলডোস ম্যাথিউ পুন্নুস সাধারণ সভায় (UNGA) বক্তব্য রাখার সময় পাকিস্তানকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “এমন একটা সময় যখন সদস্য দেশগুলোর উচিত সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করা, তখন পাকিস্তান রাষ্ট্রপুঞ্জের প্রতিটি মঞ্চকে নিজেদের স্বার্থে এবং ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাতে ব্যবহার করছে।”

   

কাশ্মীর প্রসঙ্গে অটল ভারত india slams pakistan at un

পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি তাঁর ভাষণে জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গ উত্থাপন করলে ভারত সঙ্গে সঙ্গেই তা নাকচ করে দেয়। পুন্নুস সাফ জানান, “জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং তা চিরকালই থাকবে। পাকিস্তান বারবার অবাস্তব এবং ভিত্তিহীন দাবি তুলে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।” তিনি আরও বলেন যে, ‘আত্মনিয়ন্ত্রণের অধিকার’ (Right to self-determination) কখনোই কোনো গণতান্ত্রিক দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার বা বিচ্ছিন্নতাবাদকে উসকে দেওয়ার হাতিয়ার হতে পারে না।

রাষ্ট্রপুঞ্জের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

শুধু পাকিস্তান প্রসঙ্গই নয়, পুন্নুস এদিন রাষ্ট্রপুঞ্জের বর্তমান ভূমিকা এবং কার্যকারিতা নিয়েও ভারতের উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা যুদ্ধ এবং অস্থিরতা মোকাবিলায় রাষ্ট্রপুঞ্জ যেভাবে ব্যর্থ হচ্ছে, তাতে এই সংস্থার গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। ভারতের মতে, শান্তি রক্ষা, উন্নয়ন এবং মানবাধিকার, এই তিন প্রধান স্তম্ভে রাষ্ট্রপুঞ্জকে আরও সক্রিয় হতে হবে।

গ্লোবাল সাউথ-এর হয়ে সওয়াল ভারতের পক্ষ থেকে এদিন ফের ‘গ্লোবাল সাউথ’ বা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষার দাবি তোলা হয়। পুন্নুস বলেন, শুধুমাত্র কথায় নয়, উন্নয়নশীল দেশগুলোর সমস্যা সমাধানে রাষ্ট্রপুঞ্জকে এবার বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।

Advertisements