Nepal Kukur Tihar: ভূমিকম্পের ভয় নিয়েই নেপালে চলছে ‘তিহার’, কুকুর-ভাই পূজা

হিমালয়ের মাটি কাঁপছে যখন তখন। নেপালে এখন ভূমিকম্প প্রায়ই ঘটে। সাম্প্রতিক ভূমিকম্পে দেড় শতাধিক মানুষের মৃত্যুর পর থেকে বারবার ভূমিকম্পে দুলেছে নেপাল। পরিস্থিতি এমন যে…

হিমালয়ের মাটি কাঁপছে যখন তখন। নেপালে এখন ভূমিকম্প প্রায়ই ঘটে। সাম্প্রতিক ভূমিকম্পে দেড় শতাধিক মানুষের মৃত্যুর পর থেকে বারবার ভূমিকম্পে দুলেছে নেপাল। পরিস্থিতি এমন যে বহু মানুষ রাতে বাড়ির বাইরে তাঁবুতে শুচ্ছেন। এমনই ভূমিকম্প ভয় নিয়ে তিহার (উৎসব) পালন করছেন নেপালবাসী। নেপালে দীপাবলি উৎসবের অন্যতম একটি পর্ব হলো (Nepal Kukur Tihar) কুকুর পূজা বা কুকুর তিহার।

পোষ্য হোক বা পথের কুকুর নেপালবাসীর কাছে কুকুর পূজা অর্থাত কুকুরকে ভাই হিসেবে টিকা দেওয়ার রীতি আছে। সেই রীতি মেনে ভ্রাতৃদ্বিতীয়ার আগে হয় কুকুর তিহার।

কুকুর তিহার : দীপাবলির দ্বিতীয় দিন মানুষ এবং কুকুরের মধ্যে সম্পর্কের উদযাপনের জন্য উত্সর্গীকৃত। কুকুর গোর্খা রীতি অনুশীলনকারীদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিহারের দ্বিতীয় দিন, কুকুর তিহার। মানুষের জীবনে এবং ইতিহাস জুড়ে কুকুরের ভূমিকা পালন করা হয়। তিহারের প্রতিটি দিন একটি ভিন্ন ধারণা বা সত্তাকে সম্মান করার জন্য উৎসর্গ করা হয় যথাক্রমে কাক, কুকুর, গরু, বলদ এবং ভ্রাতৃত্বের সম্পর্ক। দ্বিতীয় দিন, কুকুর তিহার এদিন সমস্ত কুকুর স্বীকৃত, সম্মানিত এবং পূজা করা হয়।

‘Kathmandu Post’ জানাচ্ছে, রীতি মেনে দেশজুড়ে চলছে কুকুর তিহার। শুধু নেপাল নয়, ভারতের বিভিন্ন রাজ্যে যেখানে নেপালিরা থাকেন তারাও দিনটি পালন করছেন।

‘Annapurna Post’ জানাচ্ছে কাঠমান্ডু, জনকপুর,ললিতপুর, বিরাটনগর, পশুপতি, বীরগঞ্জ, নেপালগঞ্জ সহ দেশের সর্বত্র সেনা ছাউনি, পুলিশ ব্যারাকে কুকুর বাহিনীকে বিশেষ সম্মান জানিয়ে কুকুর তিহার পালিত হচ্ছে। রকমারি খাবার ও মালা দিয়ে কুকুর বরণ করা হয়।

‘The Himalayan Times’ জানাচ্ছে, নেপাল লাগোয়া ভারতের রাজ্যগুলিতে বিশেষত পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় গোর্খারা কুকুর তিহার পালন করেছেন। সিকিম,অসম, উত্তর প্রদেশ, হিমাচল, বিহারেও সীমাঞ্চল এলাকায় চলেছে কুকুর পূজা। বিভিন্ন দেশে থাকা নেপালের দিনটি পালন করেছেন। ভারত, ইংল্যাল্ডের সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্টে যথাযোগ্য মর্যাদায় কুকুর তিহার পালিত হয়।