Pakistan: গোপন তথ্য পাচারে অভিযুক্ত ইমরান খানের ১০ বছর জেল

পাকিস্তানের (Pakistan) জাতীয় নির্বাচনে আর লড়াই করতে পারবেন না প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পিটিআই বা পাকিস্তান তেহেরিক ই ইনসাফ পার্টির প্রধান ইমরান খানকে ১০ বছরের…

Pakistan's PM Khan

পাকিস্তানের (Pakistan) জাতীয় নির্বাচনে আর লড়াই করতে পারবেন না প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পিটিআই বা পাকিস্তান তেহেরিক ই ইনসাফ পার্টির প্রধান ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। অভিযোগ, ইমরান খান পাকিস্তানের গোপন তথ্য পাচার করেছেন।ফেব্রুয়ারি মাসেই সাধারণ নির্বাচন পাকিস্তানে। তার আগে হঠাৎ করে পাক আদালতের এই রায়ে গরম পড়শি দেশ।

এর আগে প্রধানমন্ত্রী পদে থাকাকালীন উপহার হস্তগত সংক্রান্ত মামলায় (তোষাখানা) ইমরান খান জড়িয়েছিলেন। জোট শরিকরা তাঁর সঙ্গ ছাড়ার পর ইস্তফা দেন ইমরান। এরপরই তোষাখানা মামলায় তাঁর জেলেন সাজা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। এবার তিনি জড়ালেন গোপন তথ্য পাচার অভিযোগে। ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ দাবি করেছে সাজানো মামলা।

তেহরিক ই ইনসাফের দাবি, নির্বাচনে নামলেই ইমরান খানের ফের জয় অবশ্যম্ভাবী। তাই তাকে ভোট থেকে দূরে রাখতে সাজানো মামলায় গ্রেফতার করা হচ্ছে। তার বিরোধীপক্ষ পাকিস্তান মুসলিম লিগের জোট বলেছে আইনের পথে চলছে দেশ।

Radio Pakistan ও পাক সংবাদমাধ্যম The Express Tribune জানাচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির বিশেষ আদালত। মঙ্গলবার রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে করা কূটনৈতিক তারবার্তা (সাইফার) ফাঁসের মামলায় তাদের এই কারাদণ্ড দেওয়া হয়।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে এই রায় দিল আদালত। ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ তাদের প্রতীক ছাড়াই নির্বাচনে অংশ নিচ্ছে।

ক্ষমতা থেকে উৎখাত করার প্রমাণ হিসেবে একটি গোপন সাইফার কোড ফাঁস করতে চেয়েছিলেন ইমরান খান বলে মামলায় অভিযোগ আনা হয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা বলছে, এর মাধ্যমে ইমরান খান প্রমাণ করতে চেয়েছিলেন দেশের সেনাবাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার একযোগে ষড়যন্ত্র করে তাঁকে ক্ষমতা থেকে সরিয়েছে। রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে গত বছরের আগস্ট মাসে ইমরান খান ও কুরেশির বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল।