দেশে ফের একবার বড় দুর্ঘটনা ঘটে গেল। একটি আইসক্রিম ভ্যানের চাকার তলায় পিষ্ট হয়ে গুরুতর আহত হল বহু শিশু। একদিকে যখন সকলে উৎসবে মেতে উঠেছিলেন সেই সময়ে এমন এক ঘটনা ঘটে যারপর সকলের আনন্দ বিষাদে পরিণত হয়। একটি আইসক্রিম বোঝাই ভ্যান উৎসবে সামিল হওয়া বহু শিশুকে রীতিমতো পিষে দেয়। ঘটনায় আহত হয়েছে বহু শিশু। সকলকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
৮ শিশু গুরুতর আহত হয়েছে, যাদের মধ্যে তিন শিশুর অবস্থা আশঙ্কাজনক এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, কিরগিজস্তানের একটি পার্বত্য এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রকের এক মুখপাত্র দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে দেশের স্বাস্থ্যমন্ত্রী আলিমকাদির বেইশেনালিয়েভ দুর্ঘটনার ভাইরাল ভিডিওটি দেখার পর আহতদের সম্পর্কে খোঁজ নিয়েছেন। পুলিশকে দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেন তিনি। দুর্ঘটনার জন্য চালক দায়ী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুলিশ তদন্ত করতে গিয়ে চালক জিজ্ঞাসাবাদে জানান, তিনি ভ্যানের হ্যান্ডব্রেক লাগাতে ভুলে গিয়েছিলেন। আইসক্রিম বিক্রি করতে করতে সেটি গড়িয়ে পড়ে এবং বাচ্চাদের পিষে দেয়। ইচ্ছাকৃত কোনো দুর্ঘটনা ঘটেনি।
⚠️🇰🇬 In Kyrgyzstan, an ice cream truck collided with 29 children during an outdoor performance. There are 18 people in the hospital, three of whom are in serious condition.
The driver left the car on a hill and drove into a group of children. pic.twitter.com/D8csnwPmVO
— Elephant News Network (@elephantnewsgh) May 2, 2024