হট এয়ার বেলুনে আগুন, মৃত অন্তত ৮ জন

ব্রাজিলের সান্তা ক্যাটারিনা প্রদেশে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার পর্যটক বোঝাই একটি হট এয়ার বেলুন মাঝ আকাশে হঠাৎই আগুন (Fire) ধরে যায়। আগুন লাগার…

হট এয়ার বেলুনে আগুন, মৃত অন্তত ৮ জন

ব্রাজিলের সান্তা ক্যাটারিনা প্রদেশে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার পর্যটক বোঝাই একটি হট এয়ার বেলুন মাঝ আকাশে হঠাৎই আগুন (Fire) ধরে যায়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই বেলুনটি ভেঙে পড়ে একটি ফাঁকা এলাকায়। দুর্ঘটনার সময় বেলুনটিতে মোট ২১ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisements

কীভাবে ঘটল দুর্ঘটনা?
প্রাথমিকভাবে জানা গিয়েছে, আকাশে উড়ন্ত অবস্থায় হট এয়ার বেলুনটির নিচের অংশ থেকে হঠাৎই ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই তা আগুনে রূপ নেয়। যাত্রীদের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর বেলুনটি দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে পতিত হয়। শেষ পর্যন্ত সেটি একটি খোলা চাষের জমিতে ভেঙে পড়ে এবং সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

   

উদ্ধারকাজে দেরি, ক্ষোভ এলাকাবাসীর
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন, দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। তবে দুর্গম অঞ্চলে পড়ে যাওয়ায় উদ্ধারকার্যে কিছুটা দেরি হয় বলে অভিযোগ। মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতাল এবং ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের শরীরের ৫০ শতাংশের বেশি অংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে।

ব্রাজিলিয়ান এভিয়েশন অথরিটি এবং স্থানীয় প্রশাসন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে একটি লাইসেন্সপ্রাপ্ত বেলুন এত বড় দুর্ঘটনার শিকার হল, তা নিয়েই প্রশ্ন উঠছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গ্যাস লিক অথবা টেকনিক্যাল ত্রুটির কারণে আগুন লাগতে পারে। তবে বিষয়টি নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। যান্ত্রিক ত্রুটির পাশাপাশি বেলুন অপারেটিং সংস্থার গাফিলতিও তদন্তের আওতায় আসছে।

এটাই প্রথম নয়, এর আগেও বিশ্বের বিভিন্ন প্রান্তে হট এয়ার বেলুন দুর্ঘটনার শিকার হয়েছে। অস্ট্রেলিয়া, তুরস্ক, মিশরের মতো দেশেও এরকম দুর্ঘটনার নজির রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই গ্যাস সংক্রান্ত ত্রুটি বা আবহাওয়ার অনিয়মই দায়ী বলে উঠে আসে।

এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠেছে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের নিরাপত্তা নিয়েই। পর্যটকদের জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে সরব হয়েছে বিভিন্ন মহল। বিশেষত, যেসব সংস্থা নিরাপত্তা মান বজায় না রেখেই গ্রাহক পরিষেবা দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ ব্রাজিলের পর্যটন মহল। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। সরকার দ্রুত তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

Advertisements