দুই যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত বহু

মাদ্রিদ: স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা৷ মুখোমুখি সংঘর্ষ৷ নিহত অন্তত ২১৷ কর্ডোবা শহরের অদূরে আদম্যুজ এলাকায় দুটি উচ্চগতির ট্রেনের মধ্যে এই সংঘর্ষ ঘটে। স্পেনের পরিবহন…

দুই যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত বহু

মাদ্রিদ: স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা৷ মুখোমুখি সংঘর্ষ৷ নিহত অন্তত ২১৷ কর্ডোবা শহরের অদূরে আদম্যুজ এলাকায় দুটি উচ্চগতির ট্রেনের মধ্যে এই সংঘর্ষ ঘটে। স্পেনের পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এখনও উদ্ধারকাজ চলছে৷ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে অন্তত ৩০ জন যাত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সব মিলিয়ে আহতের সংখ্যা ৭৩ ছাড়িয়েছে।

Advertisements

লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে ট্রেন

রেলওয়ে নেটওয়ার্ক অপারেটর ‘আদিফ’ (Adif) জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন হঠাৎ লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে চলে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে উয়েলভামুখী একটি ট্রেনের সঙ্গে সেটির প্রচণ্ড সংঘর্ষ হয়। মালাগা থেকে ছাড়ার মাত্র দশ মিনিটের মাথায় এই বিপর্যয় ঘটে। বিধ্বস্ত ট্রেনগুলোর মধ্যে একটি ছিল ইতালীয় প্রযুক্তির ‘ফ্রেচিয়া ১০০০’, যা ঘণ্টায় সর্বোচ্চ ৪০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ট্রেনের কামরাগুলো দুমড়ে-মুচড়ে একে অপরের ওপর উঠে যায়।

   

উদ্ধারকাজ করতে বেগ High-speed train collision

উদ্ধারকাজ নিয়ে কর্ডোবার ফায়ার চিফ ফ্রান্সিসকো কারমোনা জানিয়েছেন, কামরাগুলোর ভেতরে আটকা পড়া যাত্রীদের বের করে আনা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এমনকি জীবিতদের কাছে পৌঁছাতে উদ্ধারকারীদের অনেক সময় মৃতদেহ সরিয়ে পথ তৈরি করতে হচ্ছে। ঘটনার সময় ট্রেন দুটিতে মোট ৪০০ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ৩ Slot জন ছিলেন বেসরকারি কোম্পানি ‘আইরিও’ পরিচালিত ট্রেনটিতে এবং বাকি ১০০ জন ছিলেন রাষ্ট্রীয় ‘রেনফে’ ট্রেনের যাত্রী। বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, সংঘর্ষের সময় তাঁদের মনে হয়েছিল যেন তীব্র ভূমিকম্প আঘাত হেনেছে।

‘অত্যন্ত রহস্যজনক’

পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে এই দুর্ঘটনাকে ‘অত্যন্ত রহস্যজনক’ বলে অভিহিত করেছেন। কারণ যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি ছিল রেললাইনের একটি একেবারে সোজা অংশ এবং গত বছরের মে মাসেই সেখানে সংস্কার কাজ সম্পন্ন হয়েছিল। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে, তবে এর প্রতিবেদন পেতে অন্তত এক মাস সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। আপাতত মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে সমস্ত ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গভীর শোক প্রকাশ করে বলেছেন, দেশটি এক চরম যন্ত্রণার রাতের মধ্য দিয়ে যাচ্ছে। স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ এবং রানী লেতিসিয়াও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আন্তর্জাতিক মহলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেয়েন এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। ২০১৩ সালে গ্যালিসিয়ায় ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনার পর এটিই স্পেনের সবথেকে বড় রেল বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। রেড ক্রস বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে মানসিক সহায়তা ও প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করছে।

World: At least 21 people were killed after two high-speed trains collided head-on near Cordoba in southern Spain. Dozens remain critically injured as rescue operations continue and a high-level investigation begins.

Advertisements