হামাস যুদ্ধবিরতির শর্ত মানছে না,অভিযোগ নেতানিয়াহুর

হামাস যথাযথ শর্ত মানছে না । অভিযোগ ইজরায়েলর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ।     বৃহস্পতিবার আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের মুখে শোনা গিয়েছিল ইজরায়েল এবং হামাসের যুদ্ধবিরতি…

Benjamin Netanyahu

short-samachar

হামাস যথাযথ শর্ত মানছে না । অভিযোগ ইজরায়েলর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ।

   

বৃহস্পতিবার আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের মুখে শোনা গিয়েছিল ইজরায়েল এবং হামাসের যুদ্ধবিরতি চুক্তি সম্মত হওয়ার কথা । তবে হামাস এখনও কিছু শর্ত মেনে নেওয়ার ব্যাপারে দ্বিধাগ্রস্ত বলে জানান ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

দিনের শেষে তিনি জানান এই বৈঠকটি পিঁছিয়ে দেওয়া হচ্ছে । তার কারণ হামাস যুদ্ধবিরতি চুক্তিতে যে সমস্ত শর্ত গুলি রাখা হয়েছিল তার যথাযথ মান্যতা দিচ্ছে না । তাঁর দাবি হামাস অতিরিক্ত সুবিধার সন্ধান করছে, যা এই চুক্তির মধ্যে ছিল না।

প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির শর্ত মেনে সমস্ত ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দেওয়ার জন্য সম্মত হলেও, ইজরায়েলের প্রধান শহর তেল আভিভের কিছু শর্ত এখনও মেনে নেয়ার ব্যাপারে সম্মতি দেয়নি। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এ কথা জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
অপরদিকে শুক্রবার হামাসের দুই প্রতিনিধি ইজরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছেন। হামাসের এক নেতা সামি আবু জ়ুহরি সংবাদমাধ্যমে বলেছেন, “নেতানিয়াহু যে দাবি করেছেন, হামাস সংঘর্ষ বিরতির চুক্তি মান্যতা দিচ্ছে না, তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।”

চুক্তি অনুযায়ী, আগামী রবিবার হামাস প্রথম দফায় ৩০ জন ইজ়রায়েলি পণবন্দিকে মুক্তি দেবে। সেই অনুসারে নেতানিয়াহু প্রশাসন মুক্তির জন্য প্রস্তুতি শুরু করেছে, এবং চিকিৎসার জন্য ৬টি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে। মুক্তির পর বন্দিদের অন্তত ৪ দিন হাসপাতালে রেখে তাঁদের অবস্থা পরীক্ষা করে দেখা হবে । তাঁদের যে কোন সংক্রমণ, যৌনরোগ এবং অন্যান্য শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখা হবে। বিশেষ করে, দীর্ঘ সময় অনাহারে থাকা বন্দিদের খাবারের দিকে নজর দেওয়া হবে ।