জেনজেড বিদ্রোহে অস্থির নেপাল৷ বিদ্রোহের মুখে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি৷ সংসদ ভবন ঘিরে নেপালের যুব সমাজের একটাই দাবি উঠেছিল— প্রধানমন্ত্রীর ইস্তফা চাই৷ দেশের নেতৃত্ব নিতে হবে একমাত্র বালেন শাহকে। কিন্তু কে এই বালেন শাহ?
প্রকৌশলী থেকে র্যাপার, সেখান থেকে মেয়র
বালেন্দ্র শাহ, সংক্ষেপে বালেন শাহ— বর্তমানে কাঠমাণ্ডুর মেয়র। কিন্তু তাঁকে ঘিরে তরুণ প্রজন্মের উন্মাদনা অন্যরকম। আন্তর্জাতিক গণমাধ্যমে ইতিমধ্যেই তাঁর জনপ্রিয়তা প্রতিফলিত হয়েছে। টাইম ম্যাগাজিনের Top 100 Personalities of 2023 তালিকায় জায়গা পেয়েছেন তিনি। নিউ ইয়র্ক টাইমসও লিখেছে তাঁর উত্থানের কাহিনি।
পেশায় ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার, তারপর র্যাপার, এবং হঠাৎই রাজনীতিতে প্রবেশ। কাঠমাণ্ডুর মেয়র নির্বাচনে অপ্রত্যাশিত জয়ের পরই তিনি নেপালের তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠেছেন নতুন যুগের প্রতীক। প্রচলিত রাজনৈতিক দলগুলির প্রতি মোহভঙ্গ হওয়া যুব সমাজ তাঁকেই এখন জাতীয় নায়ক হিসেবে দেখছে।
প্রতিবাদের স্ফুলিঙ্গ Gen Z Wants Balen Shah
এই আন্দোলনের সূচনা সোশ্যাল মিডিয়ায়। #Nepokid ট্রেন্ডের মাধ্যমে রাজনৈতিক নেতাদের সন্তানদের বিলাসী জীবনযাপন নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর সরকার যখন ২৭টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম— ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, স্ন্যাপচ্যাট— নিষিদ্ধ করল, তখন দেশজুড়ে ফেটে পড়ে বিক্ষোভ।
সরকারি দমননীতি আরও ক্ষোভ উসকে দেয়। পুলিশের গুলিতে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ১৮ জনের মৃত্যু ঘটেছে কাঠমাণ্ডুতেই। আহত হয়েছেন কয়েকশো মানুষ।
এই মুহূর্তে বালেন শাহ প্রকাশ্যে আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। জেন জেড আন্দোলনের প্রতি তাঁর নিঃশর্ত সমর্থনই তাঁকে কার্যত প্রতিবাদকারীদের মুখ্য নেতা করে তুলেছে।
নতুন নেতৃত্বের ডাক
প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের দাবি এখন তীব্র। ইতিমধ্যেই নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাক এবং কৃষিমন্ত্রী রামনাথ আধিকারী পদত্যাগ করেছেন। রাজনৈতিক অস্থিরতার মাঝেই তরুণ প্রজন্ম বালেন শাহকে জাতীয় নেতৃত্ব নেওয়ার ডাক দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে— নতুন রাজনৈতিক দল গড়ে দেশকে নেতৃত্ব দিন তিনি।
ওলি বনাম বালেন: দীর্ঘদিনের দ্বন্দ্ব
বয়স ৩৪ বালেনের, আর ৭২ বছরের অভিজ্ঞ ওলি— দু’জনের দ্বন্দ্ব অবশ্য নতুন নয়। অবৈধ স্থাপনা ভাঙা থেকে শুরু করে নগর উন্নয়ন, শিক্ষকদের বকেয়া বেতন, এমনকি গিরিবন্ধু টি এস্টেট কেলেঙ্কারি— নানা ইস্যুতেই সরাসরি সংঘাতে গেছেন তাঁরা।
ওলি একাধিকবার বালেনকে ‘রাজনৈতিক বুদবুদ’ বলে ব্যঙ্গ করেছেন। কিন্তু জেন জেড আন্দোলনে বালেনের সম্পূর্ণ সমর্থন তাঁর জনপ্রিয়তাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এখন রাস্তায় নেমে তরুণ প্রজন্ম একবাক্যে বলছে, “দেশের নেতৃত্ব চাই বালেন শাহ।”
World: Kathmandu Mayor Balen Shah has become the face of Nepal’s Gen Z protests following the resignation of PM K.P. Sharma Oli. His rise from rapper to a political figure has resonated with youth disillusioned with traditional politics.