কান ঘেঁষে যায়নি গুলি। কানের কাছেই লেগেছে। গুলিবিদ্ধ (Donald Trump) ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়েছে। তাকে প্রকাশ্যে খুনের চেষ্টা করা হল। রক্তাক্ত ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীর গুলিতে আহত হয়েছেন ট্রাম্প। তবে তা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। একজন সমর্থকও নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা অ্যাটর্নি রিচার্ড গোলডিঞ্জার।
হামলার পর ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এক্সে তার বাবার আহত মুষ্টিবদ্ধ ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমেরিকাকে রক্ষার লড়াইয়ে তিনি কখনও থামবেন না। ’
Fox News জানাচ্ছে গুলির শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্প মঞ্চে বসে পড়েন। নিরাপত্তা রক্ষীরা দেখেন তার কান ও মুখ দিয়ে রক্ত ঝরছে।
ABC News জানাচ্ছে, গুলির শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে দেহরক্ষীরা ট্রাস্টের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে সুরক্ষিত করেছেন। হামলার ঘটনার পর ট্রাম্পকে পেনসিলভানিয়ার বাটলারে সমাবেশের মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়।
রয়টার্স জানিয়েছে, প্রকাশিত ভিডিওতে ট্রাম্পের কানে রক্ত দেখা গেছে এবং মঞ্চের কাছে স্নাইপারদের অবস্থান করতে দেখা গেছে।
BBC জানাচ্ছে, ভিডিওতে দেখা গেছে, গাড়ির দিকে নিয়ে যাওয়ার সময় ট্রাম্প হাত তুলে অভিবাদন জানাচ্ছেন। প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর হামলার বিষয়ে উদ্বিগ্ন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। দুজনেই আসন্ন জাতীয় নির্বাচনে যুযুধান প্রতিপক্ষ।