HomeWorldIsreal Hamas War: ইজরায়েল ও গাজার ভুয়ো ছবি ও তথ্যে আসল সংবাদ...

Isreal Hamas War: ইজরায়েল ও গাজার ভুয়ো ছবি ও তথ্যে আসল সংবাদ খুন

ইজরায়েল ও গাজায় শিশুদের সারি সারি মৃতদেহের ছবি নিয়ে ধর্মীয় জিগির তোলার চেষ্টা চলছে। এই নৃশংস ছবিগুলির সত্যতা নিয়েও প্রশ্ন। একাধিক সংস্থা Fact Cheak করছে।

- Advertisement -

গত শনিবার থেকে গাজা ভূখণ্ডে একটানা আকাশপথে হামলা চালাচ্ছে ইজরায়েলি সামরিক বাহিনী। হাজারে হাজারে মানুষ মারা গিয়েছে। প্রচুর বহুতল ভেঙে পড়েছে।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের নৃশংস সব ভিডিও। যা নিয়ে তোলপাড় গোটা বিশ্ব। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে এক বাচ্চাকে চিৎকার করে কাঁদতে দেখে গিয়েছে। যা দেখে কাঁদছে গোটা বিশ্ব।

ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছোট্ট ছেলে কাঁদছে। ক্যাপশনে লেখা আছে, “গাজার একটি ছোট ছেলে তার বোনদের জন্য শোকাহত, একজন ইসরায়েলি সৈন্য এবং একজন পশ্চিমা সাংবাদিকের মধ্যে কোনো পার্থক্য নেই। একজন রাইফেল দিয়ে হত্যা করে, অন্যজন কলম দিয়ে হত্যা করে।” এই হৃদয়বিদারক ভিডিওটি দেখে বিশ্ববাসী কাঁদলেও আসলে এই ভিডিও সম্পূর্ণ ভুয়ো। এটি গাজা নয় সিরিয়ার একটি ভিডিও বলে জানা গিয়েছে।

   

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক দেখেছে যে এটি সিরিয়ার একটি পুরানো ভিডিও এবং ইজরায়েল-ফিলিস্তিন সংঘাতের সাথে এর কোনও সম্পর্ক নেই।কীফ্রেমগুলির রিভার্স সার্চ করে জানা গিয়েছে এই ভিডিও ২০১৪ সালে একটি ইউটিউবে চ্যানেলে পোস্ট করা হয়েছিল। ভিডিওর বিবরণে বলা হয়েছে, এক সিরীয় শিশু তার বোনের মৃত্যুতে কাঁদছে। ভিডিওটি প্রায় এক দশক আগে শেয়ার করা হয়েছিল যা প্রমাণ করে যে বর্তমান ইজরায়েল-হামাস সংঘাতের সাথে এর কোনও সম্পর্ক নেই।

এছাড়াও ‘শাম নিউজ নেটওয়ার্ক’ নামের একটি সিরীয় সংবাদমাধ্যমের শেয়ার করা একটি ভিডিও-এর মধ্যে দেখা গিয়েছে ,ছেলেটি একটি বাচ্চাকে ধরে এক ব্যক্তির সাথে বসে আছে। আরবি ভাষায় ইংরেজিতে অনুবাদ করা বিবরণটিতে লেখা ছিল: “আলেপ্পো, হানানো শহরে বসবাসকারী শিশু এবং সাধারণ মানুষরা ৪/১০/২০১৪ নৃশংস বোমা হামলায় বেঁচে গেছে”।সুতরাং এটা স্পষ্ট যে ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধে একটি সিরীয় ছেলের ভিডিও মিথ্যাভাবে শেয়ার করা হচ্ছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular