Egypt: মিশরের পিরামিড সংস্কারে গাফিলতির অভিযোগ, প্রত্নতত্ত্ব বিজ্ঞানীরা কী বলছেন?

গিজার একটি পিরামিডে সংস্কার কাজ চলছে। পিরামিডের পড়ে যাওয়া গ্রানাইট ব্লকগুলো আবার বসানো হচ্ছে বলে জানাচ্ছেন এই কর্মকর্তা। তবে এই কাজে প্রত্নতত্ত্ব সংস্কারের রীতি না…

গিজার একটি পিরামিডে সংস্কার কাজ চলছে। পিরামিডের পড়ে যাওয়া গ্রানাইট ব্লকগুলো আবার বসানো হচ্ছে বলে জানাচ্ছেন এই কর্মকর্তা। তবে এই কাজে প্রত্নতত্ত্ব সংস্কারের রীতি না মানার অভিযোগ তুলেছেন অনেকে। 

প্রাচীন স্থাপনা সংস্কার নিয়ে মিশরের কার্যক্রমের সমালোচনা আগেও হয়েছে। যেমন সম্প্রতি কায়রোর ঐতিহাসিক এলাকার কিছু অংশ ভাঙা হয়েছে। আর আলেকজান্দ্রিয়ায় ১৫ শতকের এক মসজিদের অলংকৃত অংশে রং করা হয়েছে।

   

মিশরের মেনকাউর (Menkaure) পিরামিডে চলা সংস্কার কাজের একটি ভিডিও প্রকাশ্যে আসতেই উঠেছে কটাক্ষের বন্যা। এই সম্পর্কে এক বিশেষজ্ঞ ‘অযৌক্তিক’ বলে বিবরণ দিয়েছেন। উল্টোদিকে, মিশরের প্রত্নতত্ত্বের সুপ্রিম কাউন্সিলের প্রধান মোস্তফা ওয়াজিরি একে “শতাব্দীর প্রকল্প” বলে অভিহিত করেছেন।

শুক্রবার ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে, ওয়াজিরি শ্রমিকদের পিরামিডের গোড়ায় গ্রানাইটের ব্লক স্থাপন করছেন বলে দেখান। এটি গিজার স্ফিংস এবং বৃহত্তর খাফ্রে এবং চেপস পিরামিডের পাশেই রয়েছে।

Advertisements

যখন প্রাথমিকভাবে নির্মিত হয়েছিল, তখন পিরামিডটি গ্রানাইট দিয়ে আবৃত ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর আবরণের কিছু অংশ হারিয়েছে। সংস্কারের লক্ষ্য গ্রানাইট স্তর পুনর্গঠনের মাধ্যমে কাঠামোর মূল শৈলী পুনরুদ্ধার করা। এই প্রকল্পের দায়িত্বে থাকা মিশরীয়-জাপানি মিশনের প্রধান ওয়াজিরি বলেন, কাজটি তিন বছর ধরে চলবে এবং এটি হবে “একবিংশ শতাব্দীতে বিশ্বের কাছে মিশরের উপহার”।

কিন্তু ভিডিওটির নিচে, কিছু জন কাজের সমালোচনামূলক মন্তব্য করেছেন। ব্লকগুলো কি আসলেই পড়ে যাওয়া কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ব্যঙ্গ করে কেউ বলছেন, এই সংস্কার পিসার হেলানো টাওয়ারকে সোজা করার মতো। আবার অনেকে গ্রানাইট ব্লকের পরিবর্তে ওয়ালপেপার দিয়ে মোড়ানোর কথাও বলছেন।মিশরে ঐতিহ্য সংরক্ষণের ইস্যু, যা পর্যটন থেকে এর মোট দেশজ উৎপাদনের ১০ শতাংশ আহরণ করে, প্রায়ই উত্তপ্ত বিতর্কের বিষয়।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News