কাবুল: জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান সীমান্ত৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৮৷ ভূমিকম্পের ধাক্কা লেগেছে ভারতেও৷ কেঁপে ওঠে রাজধানী দিল্লি, এনসিআর (NCR) অঞ্চল৷ ধাক্কা লেগেছে জম্মু-কাশ্মীরেও৷ বেশ ভালোই কম্পন অনুভূত হয়েছে৷ (earthquake hits afghanistan)
আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে শনিবার দুপুরে ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। এই ভূমিকম্পের প্রভাবে উত্তরের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে কাশ্মীর উপত্যকা এবং দিল্লি-এনসিআর অঞ্চলে কম্পন অনুভূত হয়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সময় দুপুর ১২টা ১৭ মিনিটে ভূমিকম্পটি ঘটে। কম্পনের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৮৬ কিলোমিটার গভীরে, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে৷ এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবেই পরিচিত।
কাশ্মীর উপত্যকা ও রাজধানী দিল্লি-এনসিআর-এ মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়। আতঙ্কে অনেকেই বহুতল ও অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন। কাশ্মীর থেকে পাওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, কাঁপুনি শুরু হতেই লোকজন দ্রুত একটি ভবন থেকে বেরিয়ে আসছেন।
তবে এখনো পর্যন্ত এই ভূমিকম্পে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সীমান্তের দুই পাশেই পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
উল্লেখ্য, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চল টেকটোনিক প্লেটের সক্রিয় সংযোগস্থলে অবস্থিত হওয়ায় সেখানে মাঝেমধ্যেই ভূমিকম্প হয়ে থাকে।
World: A 5.8 magnitude earthquake struck the Afghanistan-Tajikistan border on Saturday afternoon, causing tremors in Kashmir and Delhi-NCR. No major damage or casualties reported. Epicenter located 86 km below the surface in a seismically active zone.