
বিশ্ব রাজনীতিতে নজিরবিহীন এক মোড়। নিজেকে খোদ ভেনেজুয়েলার ‘অ্যাক্টিং প্রেসিডেন্ট’ বা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ছবি পোস্ট করে তিনি এই দাবি জানান। তেলসমৃদ্ধ দক্ষিণ আমেরিকার এই দেশটির রাশ কার হাতে থাকবে, তা নিয়ে যখন বিশ্বজুড়ে জল্পনা তুঙ্গে, ঠিক তখনই ট্রাম্পের এই পোস্ট নতুন বিতর্ক উসকে দিয়েছে।
ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্পের সেই পোস্ট
রবিবার শেয়ার করা ওই পোস্টে ট্রাম্পের একটি সরকারি প্রতিকৃতি (পোর্ট্রেট) দেখা গেছে, যার নিচে লেখা— ‘অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ভেনেজুয়েলা, ইনকামবেন্ট জানুয়ারি ২০২৬’। সেখানে তাঁকে আমেরিকার ৪৫তম এবং ৪৭তম প্রেসিডেন্ট হিসেবেও উল্লেখ করা হয়েছে। কয়েক সপ্তাহ আগে ভেনেজুয়েলায় আমেরিকার ‘বড় মাপের’ সামরিক অভিযানের পরেই এই চাঞ্চল্যকর দাবি সামনে এল।
মাদুরোর পতন ও আমেরিকার পদক্ষেপ Donald Trump Acting President of Venezuela
চলতি বছরের ৩ জানুয়ারি ভেনেজুয়েলার বিতর্কিত নেতা নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’-এর মাধ্যমে তাঁদের নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। তাঁদের বিরুদ্ধে বর্তমানে মাদক-সন্ত্রাসবাদ (Narco-terrorism) ষড়যন্ত্রের অভিযোগে মামলা চলছে। মাদুরোর অপসারণের পর গত সপ্তাহে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেও, ট্রাম্পের দাবি, একটি নিরাপদ এবং উপযুক্ত উত্তরণকাল (Transition) না আসা পর্যন্ত আমেরিকাই ভেনেজুয়েলার প্রশাসন পরিচালনা করবে।
তেল ভাণ্ডার ও ট্রাম্পের পরিকল্পনা
ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ আমেরিকার হাতে ৩ কোটি থেকে ৫ কোটি ব্যারেল উচ্চমানের তেল তুলে দেবে। এই তেলের বিক্রয়লব্ধ অর্থ আমেরিকার নিয়ন্ত্রণে থাকবে এবং তা উভয় দেশের মানুষের কল্যাণে ব্যয় করা হবে। মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইটকে এই পরিকল্পনা অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন যে, কিউবার মতো দেশগুলিতে ভেনেজুয়েলার তেলের সরবরাহ এবং আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হবে।
ধোঁয়াশা ও বাস্তবতা
অনলাইনে ট্রাম্পের এই ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ পরিচয় নিয়ে ব্যাপক আলোচনা চললেও, উইকিপিডিয়া বা অন্যান্য আন্তর্জাতিক নথিতে এখনও তাঁকে ভেনেজুয়েলার শাসক হিসেবে তালিকাভুক্ত করা হয়নি। তবে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এখন আমেরিকার পরোক্ষ নিয়ন্ত্রণ এবং ডেলসি রদ্রিগেজের অন্তর্বর্তীকালীন সরকারের অস্বস্তিকর সহাবস্থান পরিলক্ষিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, লাতিন আমেরিকার ভূ-রাজনীতিতে ওয়াশিংটনের এই সরাসরি হস্তক্ষেপ আগামী দিনে বড় কোনো সংকটের ইঙ্গিত দিচ্ছে।
World: Donald Trump declares himself “Acting President of Venezuela” on Truth Social following the capture of Nicolas Maduro. The US plans to control 50 million barrels of oil while overseeing a political transition in Caracas. Read the full global report.










