২০১৪ সালে ক্ষমতায় এসেই ভারতকে ‘বিশ্বগুরু’ বানানোর শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। সেই মতো কাজও করে চলেছেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক স্তরে সাম্প্রতিক সময়ে বহুবার নানাবিধ ইস্যুতে প্রশংসা পেয়েছে ভারত। এবার আপনি যা শুনবেন, তা জানলে ভারতীয় হিসেবে আপনার গর্ব হবেই। ভারতের অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প দেখে মার্কিন মুলুকে নতুন প্রকল্প চালু করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রকল্পটি নাম ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের কথা সর্বপ্রথম জানান। এরপর তা স্থান পায় এবারের বাজেটে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই রুফটপ সোলার স্কিমের কথা উল্লেখ করেন বাজেটে। এই প্রকল্প শুরু যে জনপ্রিয়তা পেয়েছে তাই-ই নয়, এই প্রকল্পকে অনুসরণ করছে খোদ আমেরিকা।
প্রধানমন্ত্রী মোদী চলতি বছর ১৩ ফেব্রুয়ারি ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা’-র কথা ঘোষণা করেন। কয়েক মাসের মধ্যেই এই প্রকল্পে অনুপ্রাণিত হয়ে জো বাইডেন প্রশাসন আমেরিকায় চালু করল ‘সোলার ফর অল’। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে খরচ করছে ৭৫,০০০ কোটি টাকা। আর মার্কিন প্রশাসন আমেরিকায় খরচ করছে ৭ বিলিয়ন ডলার।
ভারতের এই সোলার স্কিমের আওতায় ১ কোটি বাড়িকে নিয়ে আসার পরিকল্পনা করেছে মোদী সরকার। অন্যদিকে, আমেরিকার স্কিমে ১০ লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হবে। প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন থেকেই সৌরশক্তিতে জোর দেওয়ার কথা বলছেন। জি-২০ সামিটে বক্তব্য রাখার সময় এ নিয়ে বড় ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
২০২৩-এ ভারত ও ব্রিটেনের যৌথ উদ্যোগে গ্লাসগোয় জলবায়ু সম্মেলনে সূচনা হয় ‘এক সূর্য, এক পৃথিবী, এক গ্রিড’-এর। বিভিন্ন দেশের মরু অঞ্চলে বসানো সোলার প্যানেল কিংবা সমুদ্রতটে বসানো উইন্ডমিল থেকে সংগৃহীত পরিবেশবান্ধব শক্তি একটি অভিন্ন বিদ্যুৎ-গ্রিডে পরিবাহিত হওয়ার কথা বলা আছে এতে।
‘প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা’র আওতায় সারা দেশে এক কোটি বাড়িতে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। যারা ঘরে সৌর বিদ্যুৎ প্যানেল বসাবেন, তাঁদের আর্থিকভাবে সাহায্যও করা হবে। ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকির পাশাপাশি সোলার প্যানেল বসানোর জন্য সহজ শর্তে ব্যাঙ্ক লোনও পাবেন আগ্রহীরা।
সোলার প্যানেল বসালে বিদ্যুতের বিলও কম আসবে। সোলার প্যানেল লাগালে দিনে আনুমানিক ১২.৯৬ টাকা বিদ্যুতের বিলে বাঁচতে পারে। অর্থাৎ, মাসে প্রায় ৪০০ টাকা সাশ্রয় হবে। ২ কিলোওয়াট পর্যন্ত সোলার প্যানেলের জন্য পরিবার প্রতি কিলোওয়াটে ৩০ হাজার টাকা এবং ৩ কিলোওয়াট পর্যন্ত প্যানেলের জন্য প্রতি কিলোওয়াটে ১৮ হাজার টাকা ভর্তুকি পাওয়া যেতে পারে।