Nepal Earthquake: ভূমিকম্পে মৃত্যুপুরী নেপালের মাটি ফের কাঁপল, ঝটকা লাগল অযোধ্যায়

ফের ভূমিকম্পে কেপে উঠল নেপাল। এবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬। রবিবার ফের কম্পন অুভূত হয় নেপালে। জানা গেছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল কাঠমাণ্ডু থেকে ১৬৯…

Illustration of an Earthquake

ফের ভূমিকম্পে কেপে উঠল নেপাল। এবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬। রবিবার ফের কম্পন অুভূত হয় নেপালে। জানা গেছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল কাঠমাণ্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তর পশ্চিমে। অন্যদিকে, রবিবার মধ্য রাতে উত্তর প্রদেশের অযোধ্যা-তেও ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের মাত্রা ৩.৬ ছিল বলেই জানা গেছে।

শুক্রবার রাত পৌনে ১২টা নাগাদ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে দিল্লি, কলকাতাতেও ভূমিকম্প অনুভূত হয়। রাত কাটতেই শনিবার নেপালে মৃত্যুমিছিল শুরু হয়। ভূমিকম্পে এখনও অবধি ১৫৭ জনের মৃত্য়ুর খবর মিলেছে। ওই কম্পনের পর আবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, রবিবার ভোর ৪টে ৩৮ মিনিট নাগাদ ফের ভূমিকম্প হয় নেপালে। ভূমিকম্পের উৎসস্থল ছিল কাঠমাণ্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তর পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। এই ভূমিকম্পের জেরে এখনও অবধি নতুন করে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। প্রশাসনের তরফে উদ্ধারকাজ চালানো হচ্ছে। নেপালের সেনাবহিনী, নেপালি সেন্টিনাল ও সশস্ত্র পুলিশ বাহিনী মিলিতভাবে উদ্ধারকাজ চালানো হচ্ছে। আশেপাশের এলাকা থেকে ত্রাণ ও চিকিৎসা সামগ্রীও জোগাড় করে আনা হচ্ছে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে স্বাস্থ্যকর্মীরাও উপস্থিত রয়েছেন এবং তৎপরতার সঙ্গে চিকিৎসা করছেন আহতদের।

প্রসঙ্গত, শুক্রবার রাতে ৬.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর শনিবার দুপুর থেকে আফটারশক অনুভূত হয়। পরপর ৩.৩ মাত্রার কয়েকটি কম্পন অনুভূত হয়। আবার, রবিবার রাত ১ টা নাগাদ উত্তর প্রদেশের অযোধ্যাতেও ভূমিকম্প হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ৩.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় উত্তর প্রদেশের অযোধ্যায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল অযোধ্যা থেকে ২১৫ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।