Johnson & Johnson: জনসন পাউডার থেকে ক্যানসার, আক্রান্তদের ক্ষতিপূরণের নির্দেশ আদালতের

জনসনের বেবি পাউডার ঘিরে বিতর্ক আগে থেকেই। ওই পাউডারে অ্যাসবেস্টসের নমুনা পাওয়া গিয়েছে। যা শিশু শরীরের জন্য ক্ষতিকারক, এর সংস্পর্শে ক্যানসার পর্যন্ত হতে পারে। এবার…

জনসনের বেবি পাউডার ঘিরে বিতর্ক আগে থেকেই। ওই পাউডারে অ্যাসবেস্টসের নমুনা পাওয়া গিয়েছে। যা শিশু শরীরের জন্য ক্ষতিকারক, এর সংস্পর্শে ক্যানসার পর্যন্ত হতে পারে।

এবার ক্যালিফোর্নিয়ার এক আদালত সংস্থাকে নির্দেশ দিল এক ব্যক্তিকে ১৮.৮ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার জন্য। যা ভারতীয় মুদ্রায় ১৫৪ কোটি টাকারও বেশি।

প্রসঙ্গত, গত বছর ক্যালিফোর্নিয়ার আদালতে মামলা দায়ের করেন ইমোরি হার্নান্ডেজ ভালাদেজ নামের এক ব্যক্তি। তিনি দাবি করেন, তার শরীরে মেসোথেলিওমা নামের ভয়ংকর ক্যানসার বাসা বেঁধেছে ছোটবেলায় জনসন অ্যান্ড জনসনের পাউডার মাখার ফলে।

উল্লেখ্য, ১৮৯৪ সাল থেকে “জনসন অ্যান্ড জনসন” বেবি পাউডার বিক্রি হয়ে চলেছে। আমেরিকার ৩৫ হাজার মহিলা জরায়ুর ক্যানসারের জন্য ওই সংস্থাকে দায়ী করে মামলা দায়েরের পর থেকেই বিদেশে কমতে শুরু করে পাউডারটির চাহিদা। এরপর থেকে একের পর এক মামলায় বিরাট অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে সংস্থাকে।