Bangladesh Strike: হাসিনা সরকারের বিরুদ্ধে বাংলাদেশ জুড়ে বাম ধর্মঘট

ধর্মঘট বাংলাদেশেও। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে সোমবার দ্রব্যমূল্য বৃদ্ধি ও শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অর্ধদিবস ধর্মঘটের বিক্ষিপ্ত প্রভাব বাংলাদেশ জুড়ে। অভিযোগ, জনগণের উপর…

ধর্মঘট বাংলাদেশেও। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে সোমবার দ্রব্যমূল্য বৃদ্ধি ও শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অর্ধদিবস ধর্মঘটের বিক্ষিপ্ত প্রভাব বাংলাদেশ জুড়ে। অভিযোগ, জনগণের উপর দ্রব্যমূল্য বৃদ্ধির পাহাড় চাপিয়েছে আওয়ামী লীগের সরকার।

ঢাকার বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিলের মাধ্যমে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস দিবস হরতালে জনজীবনের প্রভাব কম বেশি।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা এই হরতালে সোমবার ঢাকার পল্টন এলাকাসহ রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান করে গণতান্ত্রিক বাম জোটের নেতাকর্মীরা। 

বাম গণতান্ত্রিক জোটের শরিক দল সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা পল্টন মোড় মিছিল বের করেন।  মতিঝিল, গুলিস্তানে হয় প্রতিবাদ। বাম জোটের হরতাল মোকাবিলায় ক পুলিশ সহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের বিভিন্ন রাস্তার মোড়ে অবস্থান নিতে দেখা গেছে। 

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। মানুষ রাস্তায় নেমে এসেছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ শাখার সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস সমকালকে জানান, হরতালের সমর্থনে বাম জোটভুক্ত ছাত্র সংগঠনগুলো শাহবাগ মোড় অবরোধ করেছেন।

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং গ্যাস, বিদ্যুৎ ও জলের দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে আজ সারা দেশে আধা বেলা হরতাল পালনের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট। 

জোটের নেতারা বলেছেন, দুর্গতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ায় মানুষ হরতালে সমর্থন করবে। সরকারের পক্ষ থেকে যদি কোনো বাধা না দেওয়া হয়, তাহলে শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালন করা সম্ভব হবে।হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে অন্যতম বিরোধী দল বিএনপি।