ওয়াশিংটন: সেনার চপারের সঙ্গে যাত্রিবাহী বিমানের সংঘর্ষ! ওয়াশিংটন বিমানবন্দরের কাছে নদীর জলে ভেঙে পড়ল বিমান৷ এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর মিলেছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ (Black Hawk chopper passenger plane collision Washington)
ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল৷ আমেরিকার রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক চপারের সঙ্গে মুখোমুখি সংঘর্য হয় আমেরিকান এয়ারলাইন্সের ওই যাত্রিবাহী বিমানের। ধাক্কা লাগার পরই বেসামাল হয়ে পড়ে যাত্রীবাহী বিমানটি৷ নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীদের নিয়ে পটোম্যাক নদীর উপর ভেঙে পড়ে বিমানটি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে মোট ৬৪ জন ছিলেন। দ্রুত গতিতে শুরু হয়েছে উদ্ধার কাজ৷
আমেরিকান এয়ারলাইন্সের তরফে দুর্ঘটনার খবরটি নিশ্চিত করা হয়েছে। সেনাবাহিনীও খবরটির সত্যতা নিশ্চিত করেছে। বেশ কিছু মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন টেক্সাসের সেনেটর টেড ক্রুজ৷ তবে বিমান দুর্ঘটনায় কত জনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে সরকারের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি। যদিও বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, ইতিমধ্যেই দু’জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁদের পরিচয় এখনও জানা যায়নি৷ এদিকে, সেনা চপারেও সেই সময় তিন জন সওয়ার ছিলেন। তাঁরা কী অবস্থায় আছেন, সে বিষয়েও এখনও কোনও তথ্য জানা যায়নি৷
স্থানীয় সময় বুধবার গভীর রাতে কানসাসের উইচিটা থেকে উড়ান দিয়েছিল আমেরিকান এয়ারলাইন্সের ৫৩৪২ নম্বর বিমানটি। ওই বিমানটি ৬৫ জন যাত্রী ধারণের ক্ষমতা ছিল৷ আমেরিকার কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, দুর্ঘটনার সময় বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে মোট ৬৪ জন ছিলেন।
তাঁদের উদ্ধারের জন্য পটোম্যাক নদীতে অনুসন্ধান শুরু করেছে একাধিক উদ্ধারকারী দল। জরুরি পরিস্থিতিতে ওয়াশিংটন বিমানবন্দরে আপাতত সব উড়ান এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, বিমানটি রেগান এয়ারপোর্টে অবতরণের সময় হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ হয়। কেনেডি সেন্টারের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, যখন প্লেনটি হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা লেগে আছড়ে পড়ে, সেই মুহূর্তটি ক্যামেরায় ধরা হয়েছে৷