রাষ্ট্রসংঘে পাকিস্তান-চিনের আবেদন বাতিল, BLA-এর ওপর নিষেধাজ্ঞা স্থগিত

BLA UN Terrorist Tag

ওয়াশিংটন: মাসখানেক আগে আমেরিকা বালোচ লিবারেশন আর্মি (BLA) এবং তাদের আত্মঘাতী শাখা মাজিদ ব্রিগেডকে বিদেশি জঙ্গি হিসেবে চিহ্নিত করেছিল। কিন্তু বৃহস্পতিবার, পাকিস্তান ও চিনের যৌথ আবেদনকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বাতিল করে দিল আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স।

পাকিস্তান দাবি করেছিল, আফগানিস্তানের সাহায্যে সীমান্তে সন্ত্রাস চালাচ্ছে বালোচরা৷ তাদের অন্তত ৬০টি ক্যাম্প আছে। চিনও এই প্রস্তাবে সমর্থন জানিয়েছিল। কিন্তু তিন দেশের যুক্তি, BLA ও মাজিদ ব্রিগেডকে জঙ্গি হিসেবে চিহ্নিত করার যথেষ্ট প্রমাণ নেই৷ এর কারণে আবেদন বাতিল হয়।

   

 বিদেশি জঙ্গির তালিকাভুক্ত

মাসখানেক আগে আমেরিকা এই দুই গোষ্ঠীকে বিদেশি জঙ্গি হিসেবে তালিকাভুক্ত করেছিল। এর আগে পহেলগাঁও হামলার ঘটনায় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকেও একই তকমা দেওয়া হয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন, তখন পাকিস্তান হয়তো পুরোপুরি সন্তুষ্ট হয়নি, তাই বালোচদের তালিকাভুক্তি দিয়ে ওয়াশিংটন আংশিক সমাধান দেখানোর চেষ্টা করেছে।

পাকিস্তানের আবেদন কেন বাতিল করল আমেরিকা? BLA UN Terrorist Tag

এবার প্রশ্ন উঠেছে, নিজেদের দেওয়া জঙ্গি তকমা থাকা সত্ত্বেও, রাষ্ট্রসংঘে পাকিস্তানের আবেদন কেন বাতিল করল আমেরিকা? এর পেছনে কি ট্রাম্পের পাকিস্তান-সম্পর্কিত কূটনৈতিক কৌশল কাজ করছে? বিশেষ করে, চলতি মাসের শেষেই রাষ্ট্রসংঘ সাধারণ সভার ফাঁকেই মার্কিন প্রেসিডেন্ট শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করবেন।

বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকে বালোচ আর্মির জঙ্গি তকমা নিয়ে ট্রাম্পের অবস্থান কি পরিবর্তিত হবে, তা এখনো অনিশ্চিত। আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তার এই জটিল পরিস্থিতি বালোচ আন্দোলন এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে আরও চ্যালেঞ্জিং করে তুলতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন