ইসলামাবাদ: জইশ-ই-মহম্মদের প্রধান মসুদ আজহারের অবস্থান সম্পর্কে ইসলামাবাদের কাছে কোনো তথ্য নেই৷ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই দাবি করলেন পাকিস্তান পিপিপি সভাপতি বিলাওয়াল ভুট্টো জারদারি৷ তিনি বলেন, “ভারত যদি যথাযথ প্রমাণ দেয় যে আজহার পাকিস্তানে আছে, তাহলে আমরা তাকে গ্রেফতার করতে আগ্রহী।”
ভারতের কাছে প্রমাণ নেই
ভারতের কাছে এখন পর্যন্ত আজহার পাকিস্তানে থাকার কোনো বিশ্বাসযোগ্য তথ্য নেই বলে উল্লেখ করেন বিলাওয়াল। মসুদ আজহার ভারতের সবচেয়ে কাঙ্খিত সন্ত্রাসী হিসেবে পরিচিত, যিনি ২০০১ সালের সংসদে হামলা, ২৬/১১ মুম্বাই আক্রমণ, ২০১৬ পাঠানকোট বিমানবন্দর হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার সাথে যুক্ত।
২০১৯ সালে রাষ্ট্রসংঘ তাকে গ্লোবাল টেররিস্ট হিসেবে স্বীকৃতি দেয়। তবে পাকিস্তান মনে করছে, আফগানিস্তানের সঙ্গে তার গভীর সম্পর্কের কারণে তিনি হয়তো সেখানেই আছেন।
বিলাওয়াল আরও বলেন, “আফগানিস্তানে যে অবস্থা নেটো ও আন্তর্জাতিক শক্তিরা সামাল দিতে পারেনি, পাকিস্তানও তা পারবে না। আমাদের দেশ চাইবে না কেউ সন্ত্রাসে জড়িয়ে পড়ুক।”
আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর Bilawal Bhutto Masood Azhar Statement
ভারতের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার জন্য অপেক্ষার কারণ জানতে চাইলে তিনি আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেন। “বিশ্বজুড়ে দেশগুলো এভাবেই একে অপরের সঙ্গে তথ্য আদান-প্রদান করে সন্ত্রাস প্রতিহত করে,” তিনি বলেন।
একই সাক্ষাৎকারে তিনি লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদের মুক্ত থাকার খবরকে সম্পূর্ণ ভুল হিসেবে খারিজ করেন এবং জানান, সইদ বর্তমানে পাকিস্তানের হেফাজতে আছেন।
এই মন্তব্য ভারতের ‘অপারেশন সিন্ধুর’ পর এসেছে, যেখানে ভারতীয় সেনা পাহালগাম হামলার জবাবে পাকিস্তানে জৈশ ও লস্করের বেশ কিছু ঘাঁটিতে হামলা চালায়। মসুদ আজহার দাবি করেছেন, ওই হামলায় তার পরিবারের দশ সদস্য ও চার সহযোগী নিহত হয়েছেন।