Bhutan: ভোটদেশের ভোট, নীরবেই আম ভুটানিরা বেছে নিলেন নতুন প্রধানমন্ত্রী

ভোটদেশের ভোট নীরবে হয়। কমলালেবু খেতে খেতে ভোট দিলেন ভুটানি ভোটাররা। চিন-ভারতের মাঝে থাকা ছোট্ট হিমালয় ঘেরা ভুটান (Bhutan) দেশটির জাতীয় নির্বাচনের চূড়ান্ত পর্বে যিনি…

ভোটদেশের ভোট নীরবে হয়। কমলালেবু খেতে খেতে ভোট দিলেন ভুটানি ভোটাররা। চিন-ভারতের মাঝে থাকা ছোট্ট হিমালয় ঘেরা ভুটান (Bhutan) দেশটির জাতীয় নির্বাচনের চূড়ান্ত পর্বে যিনি জয়ী তিনিই হবেন দেশটির প্রধানমন্ত্রী। আর গত ২৯ নভেম্বর প্রাখমিক পর্বের ভোটে হেরে বর্তমান-কার্যকরী প্রধানমন্ত্রী ডা: লোটে শেরিং চূড়ান্ত পর্বে নামতেই পারেননি। করোনা সংকটে তাঁর জনস্বাস্থ্য পরিকল্পনা প্রয়োগে বিশ্বে আলোড়ন পড়েছিল। তাঁকে আগেই গোহারান হারিয়ে দিয়েছেন আম ভুটানিরা।

তীব্র করোনা হামলায় যখন বিশ্বে মৃত্যুর মিছিল চলছিল তখন ভুটান ছিল ‘করোনায় মৃত্যুহীন’। করোনা মহামারীর শেষ দিকে এসে দেশটিতে মৃত্যু হয় কয়েকজনের। বিশ্ববন্দিত হয়ে গেছে ভুটানিদের করোনা বিরোধী লড়াই। সীমান্তের দুপারে চিন ও ভারতের করোনা মৃত্যুমিছিল থমকে গেছিল ভুটানের ড্রাগন-দরজার সামনে এসে। করোনা রুখে খ্যাতি পেলেও ভোটে হেরেছেন ডা. শেরিং। চূড়ান্ত পর্বের ভোটে জনগণকে নতুন প্রধানমন্ত্রী খুঁজে নেওয়ার শুভেচ্ছা দিয়েছেন।

ভুটানের নির্বাচন কমিশন জানাচ্ছে, ৯ জানুয়ারির ভোটে ৪ লক্ষ ৯৮ হাজার ১৩৫ জন ভোটদাতা আছেন। চূড়ান্ত পর্বের ভোটে Bhutan Tendrel Party (BTP) ও People’s Democratic Party (PDP)-দুই প্রতিপক্ষ। এই পর্বে ভোট লড়াইতে আছেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী শেরিং টোগবে। তিনি PDP দলের হয়ে ২০১৩-২০১৮ সাল পর্যন্ত সরকার চালিয়েছিলেন। তাঁর প্রতিপক্ষ BTP দলের পেমা চেওয়াং।

ভুটানে ২০০৮ সালে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে চতুর্থবার নির্বাচন। তবে ভুটান একটি রাজা নিয়ন্ত্রিত গণতান্ত্রিক দেশ বলে চিহ্নিত। চিন ও ভারতের মাঝে থাকা দেশে 800,000 এরও কম লোকের বসবাস।চিনের সাথে কোনও যোগাযোগই নেই ভুটানের। সীমান্তবর্তী ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ ও অসম। ভুটানের সাথে সড়কপথে পশ্চিমবঙ্গ ও অসমের যোগাযোগ বেশি

ভুটানে ভোট পদ্ধতি: দেশটির জাতীয় পরিষদের মোট ৪৭টি আসন প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে ভোটাররা দলকে ভোট দেন। শীর্ষ দুটি দল মূল পর্বে প্রার্থী দিতে সক্ষম হয়। সেই ভোটে সরকার গঠিত হয়।

রাজা নিয়ন্ত্রিত গণতান্ত্রিক দেশ ভুটান। দেশটির শীর্ষ ক্ষমতার অধিকারী রাজা। বর্তমান ভুটান রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক। ১৯৪৯ সালের মৈত্রী চুক্তি অনুসারে ভুটান ভারত ঘনিষ্ঠ। তবে নিজেদের প্রতিবেশি ভুটানের প্রতি নজর রেখেছে চিন।