Bangladesh: কাঁদানে গ্যাসে ইসলামি শাসন প্রতিষ্ঠার ‘জঙ্গি’ মিছিল ভাঙালেন ইউনূস, ঢাকায় সংঘর্ষ

পুলিশ ও সেনা নামিয়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সংগঠনের বিরাট মিছিল ভেঙে দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগেই বলেছেন, নিষিদ্ধ…

Bangladesh: কাঁদানে গ্যাসে ইসলামি শাসন প্রতিষ্ঠার 'জঙ্গি' মিছিল ভাঙালেন ইউনূস, ঢাকায় সংঘর্ষ

পুলিশ ও সেনা নামিয়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সংগঠনের বিরাট মিছিল ভেঙে দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগেই বলেছেন, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে প্রশাসন কড়া ভূমিকা নেবে। যদিও তারই আমলে বাংলাদেশের জেল থেকে একাধিক উগ্র ইসলামি নেতার মুক্তিলাভ হয়েছে।

বাংলাদেশে খিলাফত তথা ইসলামি শাসন প্রতিষ্ঠার বার্তা দিয়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর শুক্রবার ঢাকায় জমায়েত করবে বলেছিল। এই জমায়েত ঘিরে আতঙ্কিত ছিলেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। মিছিল রুখতে পুলিশ ও সেনা নামানো হয়। শুরু হয় বিক্ষিপ্ত সংঘর্ষ। কাঁদানে গ্যাস ও স্মোক বম্ব চার্জ করার পাশাপাশি লাঠি চার্জ করে হিযবুত তাহরীর সমর্থকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

   

আন্তর্জাতিক সন্ত্রাসবাদ তথ্য বিশ্লেষণে বলা হয়েছে, হিযবুত তাহরীর (মুক্তির দল) দলটির লক্ষ্য হল ইসলামি খিলাফত প্রতিষ্ঠিত করা ও বিশ্বব্যাপী ইসলামি আইন বাস্তবায়ন করা। এই সংগঠনটি বাংলাদেশ,চিন,রাশিয়া, পাকিস্তান, জার্মানি,তুরস্ক,ইংল্যান্ড ,কাজাখস্তান এবং সমস্ত মধ্য এশিয়া, ইন্দোনেশিয়া, সমস্ত মধ্যপ্রাচ্যে (লেবানন, ইয়েমেন ব্যতীত) নিষিদ্ধ করা হয়েছে।Bangladesh: কাঁদানে গ্যাসে ইসলামি শাসন প্রতিষ্ঠার 'জঙ্গি' মিছিল ভাঙালেন ইউনূস, ঢাকায় সংঘর্ষ

হিযবুত তাহরীরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। বার্তায় বলা হয়, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যে কোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। এর আওতায় হিযবুত তাহরীরের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ বা প্রচারের যেকোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

Advertisements

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তরফে শুক্রবার ‘মার্চ ফর খিলাফত’ শুরু হবে বলে ঘোষণা করা হয়। ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে মিছ্ল শুরু করে সংগঠনটির কয়েক হাজার সমর্থক। নিষিদ্ধ তালিকায় থাকার কারণে হিযবুত তাহরীর সংগঠনের কার্যকলাপ রুখতে সরকার কড়া পদক্ষেপ নেয়