জনতার বুলডোজার মিছিল ভাঙবে মুজিবুর রহমানের বাড়ি? ঢাকায় তীব্র উত্তেজনা

আত্মগোপন করে শেখ হাসিনা ভাষণ দেবেন। তিনি ভারতে আছেন। গত বছর ৫ আগস্ট গণবিক্ষোভে তিনি যখন বাংলাদেশ (Bangladesh) থেকে পালিয়ে যান সেদিন বিখ্যাত ৩২ নম্বর…

Will the House of Bangladesh Father, Sheikh Mujibur Rahman, Be Bulldozed? Tensions Rise in Dhaka"

আত্মগোপন করে শেখ হাসিনা ভাষণ দেবেন। তিনি ভারতে আছেন। গত বছর ৫ আগস্ট গণবিক্ষোভে তিনি যখন বাংলাদেশ (Bangladesh) থেকে পালিয়ে যান সেদিন বিখ্যাত ৩২ নম্বর ধানমন্ডির বঙ্গবন্ধুর বাড়ি তথা সরকারি সংগ্রহশালায় আগুন ধরানো হয়েছিল। এই বাড়িতেই ১৯৭৫ সালে গুলি করে সপরিবারে খুন করা হয়েছিল বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে। সেই পোড়া বাড়ি কি এবার ভাঙা হবে? ঢাকায় তীব্র উত্তেজনা।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণার প্রতিবাদে বুধবার রাত ৯টায় ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা করা হয়।ছাত্র-জনতা আন্দোলন নামে ফেসবুকে বিভিন্ন পেজে এই কর্মসূচির ঘোষণা করে পোস্ট করা হয়।  

   

একটি পোস্টে বলা হয়, ”ধানমন্ডি-৩২ অভিমুখে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ বুলডোজার মিছিল। হাজারো ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনার বাংলাদেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে আজ রাত ৯টায় এ কর্মসূচি পালিত হবে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আগে থেকেই ধানমন্ডি-৩২ এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেন, ধানমন্ডি-৩২ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় যেহেতু বিভিন্ন ঘোষণা আসছে এবং কেউ কেউ ধানমন্ডি-৩২ এর দিকে আসতে পারে ও ভাঙচুর চালাতে পারে, তাই আমরা আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছি।