‘হাসিনার মতো হাল হইব মমতার’…! বাংলাদেশ তোলপাড়

সীমান্তের ওপারে বাংলাদেশের (Bangladesh) সর্বত্র মমতা চর্চা! কী ঘটছে পশ্চিমবঙ্গে জানতে দেশীয় সংবাদমাধ্যমের পাশাপাশি কলকাতার সংবাদমাধ্যমের ব্রেকিংয়ে নজর বাংলাদেশবাসীর। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কি পদত্যাগ…

Sheikh Hasina, Mamata Banerjee

সীমান্তের ওপারে বাংলাদেশের (Bangladesh) সর্বত্র মমতা চর্চা! কী ঘটছে পশ্চিমবঙ্গে জানতে দেশীয় সংবাদমাধ্যমের পাশাপাশি কলকাতার সংবাদমাধ্যমের ব্রেকিংয়ে নজর বাংলাদেশবাসীর। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কি পদত্যাগ করবেন? এই প্রশ্নে বাংলাদেশও তোলপাড়। গত মাসে ৫ আগস্ট বাংলাদেশে রক্তাক্ত গণবিক্ষোভের জেরে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীর নজর ছিল অতি নিকট পড়শি দেশে। এবার সে দেশের টানটান নজর কলকাতার চিকিৎসক-জনতার বিক্ষোভে।

কলকাতার আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে হাসপাতালেই ধর্ষণ ও খুনের অভিযোগে সঠিক তদন্তের দাবিতে টানা বিক্ষোভ চলছে। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধেই জনতার ক্ষোভ তুঙ্গে। পরপর গণবিক্ষোভ জমায়েতে চলছে কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গে। ভারতের অন্যত্র যেমন বিক্ষোভ, তেমনই বিভিন্ন দেশেও ছড়িয়েছে প্রবাসী ভারতীয়দের ক্ষোভ সমাবেশ। আরজি কর হত্যাকান্ডের প্রতিবাদ হয়েছে সদ্য পালাবদল হয়ে যাওয়া বাংলাদেশেও। এসেছে সে দেশের পডুয়াদের সমর্থন বার্তা।

   

বৃহস্পতিবার বিক্ষোভ-অবস্থানে থাকা চিকিৎসকদের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ধারিত বৈঠক বাতিল হয়। এরপর মমতা বলেন, ‘আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে, এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। মুখ্যমন্ত্রীর পদ আমি চাই না। আমি চাই মানুষ বিচার পাক। তিলোত্তমা বিচার পাক, সাধারণ মানুষ চিকিৎসা পাক।’ 

পশ্চিমবঙ্গে টানা তিনবার সরকার ধরে রাখা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ‘পদত্যাগ করতে পারি’ বার্তা বাংলাদেশে চর্চার বিষয় হয়েছে। সামাজিক মাধ্যমে কটাক্ষ করে বাংলাদেশিরা লিখছেন, ‘শেখ হাসিনার মতো হাল হইব মমতাদির’।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় ও শেখ হাসিনা দুজনেই বিশেষ ঘনিষ্ট। তবে হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার সময় বারবার তিস্তা নদীর জলবণ্টন ইস্যুতে মমতার ভূমিকা বাংলাদেশে বিতর্ক ছড়িয়েছিল। আন্তর্জাতিক নদী ভারত ও বাংলাদেশে প্রবাহিত। সেই কারণে তিস্তার জল দাবি করে বাংলাদেশ। এই দাবিতে ভারত সরকার সমর্থন জানালেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রীষ্মকালে জল দিতে তীব্র আপত্তি জানান। তাঁর আপত্তির কারণেই তিস্তা জলবণ্টন চুক্তি হয়নি। এই কারণে বাংলাদেশে তীব্র সমালোচিত হন মমতা। পশ্চিমবঙ্গে বিগত বাম জমানায় তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সময় গঙ্গা জলবণ্টন চুক্তি হয়েছিল। সেই কারণে তিনি বাংলাদেশে বিশেষ সম্মানিত।

বাংলাদেশে টানা চার দফা সরকার গড়ার পর ক্ষমতা ধরে রাখতে ব্যাপক ভোট রিগিংয়ে অভিযুক্ত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। তিনি নিজ দেশে ‘স্বৈরাচারী’ হিসেবে চিহ্নিত হন। একইভাবে পশ্চিমবঙ্গেও রিগিং ভোটে মমতা তাঁর দল তৃণমূল কংগ্রেসের ক্ষমতা ধরে রেখেছেন বলে অভিযোগ ওঠে। তিনিই এখন পদত্যাগের কথা বলছেন! বাংলাদেশ থেকে কটাক্ষ উড়ে আসছে ‘জনতার ধাক্কায় মমতা সরবে’।