Vijay Diwas:সত্যিটা জানুন, পাক সেনা আত্মসমর্পণ করেছে…সরকারি দমন উড়িয়ে লিখেছিল পাক পেপার ডন

প্রসেনজিৎ চৌধুরী: ঢাকার পতন হয়ে গেছিল। পাকিস্তান হয়ে গেছিল দু টুকরো। ‘জয় বাংলা’ ধ্বনিতে চলছিল বিজয়ের দিন পালন (Vijay Diwas)। তখনও পাক সরকার সে দেশের…

Vijay Diwas

প্রসেনজিৎ চৌধুরী: ঢাকার পতন হয়ে গেছিল। পাকিস্তান হয়ে গেছিল দু টুকরো। ‘জয় বাংলা’ ধ্বনিতে চলছিল বিজয়ের দিন পালন (Vijay Diwas)। তখনও পাক সরকার সে দেশের অভ্যন্তরে চালিয়ে যাচ্ছিল যুদ্ধ জয়ের প্রচার। পাকবাসীদের কাছে ভুয়ো সংবাদ পরিবেশন যেমন চলছিল তেমনই অলক্ষ্যে সত্যি খবর জন্ম নিচ্ছিল সংবাদপত্রের পাতায়। কোন সংবাদপত্র? ডন! ইংরাজি শব্দ ‘Dawn’ মানে ভোর।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ভারতের কাছে পাকিস্তানি সেনার আত্মসমর্পণ ও পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরির মুহূর্তটি যথাযথভাবে পরের দিন ১৭ ডিসেম্বর শীতের ভোরে আম পাকিস্তানি পাঠকদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল ডন কাগজ। ঐতিহ্যগতভাবে এই সংবাদপত্র ( ইংরেজিতে ডন আর উর্দুতে জঙ্গ) পাকিস্তানের মুখ বলে পরিচিত। পাকিস্তানের জাতির জনক মহম্মদ আলি জিন্নাহ কর্তৃক প্রতিষ্ঠিত।

১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বারবার পাক সরকারকে সতর্ক করতে থাকা ডন-জঙ্গ সংবাদ গোষ্ঠী এখনও নিজ অবস্থানে অনড়। প্রতিবছর দেশ দু টুকরো হয়ে যাওয়ার বিশেষ দিনটিতে সরকারের দমন নীতি ও রাজনৈতিক দূর্বলতাকে আঘাত করে এই সংবাদপত্র। এবারও তার ব্যতিক্রম নেই। কেন বাংলাভাষী পাক নাগরিকের মর্যাদা দেওয়া হয়নি, কেন গণগত্যা চালানো হয়েছিল তার সমালোচনায় মুখর পাকিস্তানের সবথেকে বড় সংবাদপত্রটি। তাদের অবস্থান এখন বড় অংশের আম পাকিস্তানিরও অবস্থান। সামাজিক মাধ্যমে ততকালীন পাক সরকারের প্রতি সমালোচনা ও দমননীতির তীব্র প্রতিবাদ চলছে।

Advertisements

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় ভারতীয় সেনা ও বাংলাদেশি গেরিলা বাহিনী ‘মুক্তিযোদ্ধা’ যৌথ বাহিনীর কাছে পাক সেনা আত্মসমর্পণ করেছিল। পাকিস্তানের পক্ষে দায়িত্বপ্রাপ্ত কমান্ডার জেনারেল এ এ কে নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেছিলেন। ভারতের পক্ষে ছিলেন জেনারেল জগজিত সিং আরোরা। সেই দিন থেকে পাকিস্তান দ্বিখণ্ডিত হয়ে গেছে। বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটেছে। আত্মসমর্পণের সেই মুহূর্তটি দেশে গণবিক্ষোভ তৈরি করতে পারে এমন ভয় থেকে পাকিস্তান সরকার দেশে সঠিক সংবাদ পরিবেশন বন্ধ রেখেছিল। পাকিস্তান রেডিও ও টিভিতে চলছিল ভুয়ো প্রচার। সত্যিটা জানিয়ে সংবাদের প্রতি দায়বদ্ধ ছিল ডন ও জঙ্গ সংবাদপত্র।

সংবাদপত্র দুটিতে লেখা হয়েছিল, “আমাদের সেনা কি আত্মসমর্পণ করেছে?…সত্যিটা জানুন হ্যাঁ তারা আত্মসমর্পণ করেছে” পাক ইংরাজি সংবাদপত্র ডন ও তার উর্দু সংস্করণ জঙ্গ এই খবরটি লিখেছিল। দ্বিখন্ডিত পাকিস্তান-সেই চরম সত্যটি পাক সংবাদপত্র যথাযথ প্রকাশ করেছিল। ভারতের কাছে পরাজয়। বাংলাদেশ তৈরি। পাকিস্তান ভেঙে যাওয়া সবই ততক্ষণে ঐতিহাসিক সত্যি বলে চিহ্নিত হয়ে গেছে।