Bangladesh: ঢাকায় বোমা বৃষ্টিতে যেন আগ্নেয়গিরি!মেধায় নিয়োগ দাবিতে বাংলাদেশ বনধ

যেন আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার স্রোত বের হচ্ছে! বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার এইরকমই দ়ৃশ্য। এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। বৃষ্টির…

যেন আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার স্রোত বের হচ্ছে! বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার এইরকমই দ়ৃশ্য। এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। বৃষ্টির মত বোমা পড়ছে। দেশের অন্যান্য অংশ থেকে সড়ক ও রেলপথে সম্পূর্ণ বিচ্ছিন্ন ঢাকা।

সরকারি চাকরিতে কোটা নীতির আমূল সংস্কার ও মেধার ভিত্তিতে নিয়োগ দাবিতে রক্তাক্ত আন্দোলন চলছে। আন্দোলনকারীদের আহ্বানে বৃহস্পতিবার বাংলাদেশ বনধ। “কমপ্নিট শাটডাউন” এই বার্তা দিয়েছেন কোটা বিরোধী পড়ুয়াদের সমন্বয় মঞ্চ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

   

সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা আছে বাংলাদেশে। এই সংরক্ষিত আসনের সিংহভাগ বরাদ্দ মুক্তিযোদ্ধা পরিবারগুলির জন্য। সেই বরাদ্দ কমিয়ে যোগ্যদের নিয়োগ করা সংক্রান্ত মামলায় আদালত কোটা নীতি বহাল রাখে। এরপর থেকেই মেধার ভিত্তিতে নিয়োগ চাই দাবি তুলে বিক্ষোভে নামে পড়ুয়ারা। তাদের আন্দোলন রুখতে গিয়ে ছাত্র লীগ প্রাথমিক সফল হলেও তীব্র প্রতিরোধে এখন তারা দিশাহারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের মধ্যে হিংসাত্মক ভূমিকা নেওয়া সবাইকে চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দেন। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের রায় দেখে পরবর্তী সিদ্ধান্ত হবে। তবে রক্তাক্ত আন্দোলন আরও বাড়ল।

বুধবার কোটা বিরোধীদের সঙ্গে  বাংলাদেশ ছাত্র লীগের দফায় দফায় সংঘর্ষ চলে। তবে ক্রমে জমি হারিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শাখা সংগঠনটি। বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র লীগ নেতৃত্ব পলাতক। গত সোমবার থেকে ছাত্র লীগ ও পুলিশের সঙ্গে লাগাতার সংঘর্ষ চলেছে কোটা বিরোধী পড়ুয়াদের। বু়ধবার পর্যন্ত ছয় জন নিহত। আহত তিনশো অধিক।

ঢাকা, রংপুর, সিলেট, ময়মনসিংহ,  চট্টগ্রাম, বরিশাল, খুলনা সব বিভাগেই সংঘর্ষ বাড়ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ।